পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Homage to Martyrs of Pulwama : শহিদদের শ্রদ্ধা জানাতে ঘুগনি বিক্রির জমানো টাকায় সাইকেলে পাড়ি পুলওয়ামায় - পুলওয়ামার শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে সাইকেল চালিয়ে কাশ্মীর পাড়ি

পুলওয়ামার শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে সাইকেল চালিয়ে কাশ্মীর পাড়ি ঘুগনি বিক্রেতার (Ghugni Seller Travelling to Kashmir to Paying Homage to Martyrs of Pulwama) ৷ দুর্গাপুরের শ্যামাপ্রসাদ শর্মা তাঁর ঘুগনি বিক্রির জমানো টাকায় এই যাত্রা করছেন ৷ পুলওয়ামায় 2019 সালের 14 ফেব্রুয়ারির ঘটনাস্থলে গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন তিনি ৷

Ghugni Seller Travelling to Kashmir to Paying Homage to Martyrs of Pulwama
Ghugni Seller Travelling to Kashmir to Paying Homage to Martyrs of Pulwama

By

Published : Apr 24, 2022, 2:22 PM IST

Updated : Apr 24, 2022, 2:55 PM IST

দুর্গাপুর, 24 এপ্রিল : ঘুগনি বিক্রির সঞ্চয়ের টাকায় জানাবেন পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা (Homage to Martyrs of Pulwama) ৷ সেই উদ্দেশ্যে সাইকেল চালিয়ে কাশ্মীর যাত্রা করলেন দুর্গাপুরের শ্যামাপ্রসাদ শর্মা (Ghugni Seller Travelling to Kashmir to Paying Homage to Martyrs of Pulwama) ৷ রবিবার তিনি উপত্যকার উদ্দেশে যাত্রা শুরু করেন ৷ তাঁর এই যাত্রাপথ দীর্ঘ তিনমাস ধরে চলবে ৷ এ দিন দুর্গাপুরে তাঁর প্রতিবেশী এবং পরিচিতরা তাঁকে শুভেচ্ছা জানাতে ও উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ৷

অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, সাইকেলে করে সামান্য ঘুগনি বিক্রি করে সংসার চলে শ্যামাপ্রসাদ শর্মার ৷ বাড়িতে তাঁর স্ত্রী ও এক কন্যাসন্তান ৷ দারিদ্র্যের মধ্যেও নিজেদের ছোট ছোট ভাললাগা গুলি নিয়ে দিব্যি জীবনযাপন করেন তিনি ৷ সেই শ্যামাপ্রসাদ শর্মা এ বার কাশ্মীর পাড়ি দিচ্ছেন সাইকেল চালিয়ে ৷ উদ্দেশ্য পুলওয়ামায় শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করা ৷ ঘুগনি বিক্রি করে জমানো টাকা দিয়েই এই যাত্রা করছেন তিনি ৷

আরও পড়ুন : World Travel in Bicycle : ভারতীয় সংস্কৃতির প্রচারে সাইকেলে বিশ্বভ্রমণে পুরুলিয়ার অক্ষয়

পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা জানাতে সাইকেলে কাশ্মীর পাড়ি শ্যামাপ্রসাদের

এর আগে সাইকেল চালিয়ে মুম্বই গিয়েছিলেন ৷ 26/11-র ঘটনায় মৃতদের শ্রদ্ধা জানিয়েছিলেন ৷ ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়েছিলেন তিনি ৷ কোনওক্রমে প্রাণে বেঁচে ফেরেন শ্যামাপ্রসাদ শর্মা ৷ সেই ঘটনাই চিন্তায় রেখেছে পরিবারকে ৷ এ বার যাতে তেমন কোনও ঘটনা না ঘটে সেই প্রার্থনাই করছেন শ্যামাপ্রসাদের স্ত্রী এবং মেয়ে ৷

Last Updated : Apr 24, 2022, 2:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details