পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কংগ্রেসের চেয়ে গান্ধি পরিবার বেশি বিপন্ন : দিলীপ ঘোষ

কাটমানি নিয়ে প্রশ্নের মুখে গতকাল তৃণমূল নেতা ফিরহাদ হাকিম দিলীপ ঘোষের উদ্দেশে বলেছিলেন, "দিলীপ ঘোষের কী করে চলে? BJP পার্টিটাই কাটমানির পার্টি । " আজ দুর্গাপুরে চিন্তন শিবিরের দ্বিতীয় দিনে যোগ দিতে এসে তারই জবাব দিলেন BJP-র রাজ্য সভাপতি । দিলীপ ঘোষ বলেন, "আমার কী করে চলে ও ভালো করে জানে । আমি পার্টির সর্বক্ষণের সঙ্গী । পার্টির গাড়িতে চড়ি, পার্টি কর্মীর বাড়িতে খাই । আজ 35 বছর সেটাই নিয়ম । তার আগে ববি হাকিমকে জিজ্ঞাসা করুন তাঁর এত ঠাটবাট কী করে? সে কী করত? তোমার পুলিশ আছে আমার বিরুদ্ধে তদন্ত করাক ।"

By

Published : Aug 11, 2019, 1:33 PM IST

দিলীপ ঘোষ

দুর্গাপুর, 11 অগাস্ট : কাটমানি নিয়ে প্রশ্নের মুখে গতকাল তৃণমূল নেতা ফিরহাদ হাকিম দিলীপ ঘোষের উদ্দেশে বলেছিলেন, "দিলীপ ঘোষের কী করে চলে? BJP পার্টিটাই কাটমানির পার্টি । " আজ দুর্গাপুরে চিন্তন শিবিরের দ্বিতীয় দিনে যোগ দিতে এসে তারই জবাব দিলেন BJP-র রাজ্য সভাপতি । দিলীপ ঘোষ বলেন, "আমার কী করে চলে ও ভালো করে জানে । আমি পার্টির সর্বক্ষণের সঙ্গী । পার্টির গাড়িতে চড়ি, পার্টি কর্মীর বাড়িতে খাই । আজ 35 বছর সেটাই নিয়ম । তার আগে ববি হাকিমকে জিজ্ঞাসা করুন তাঁর এত ঠাটবাট কী করে? সে কী করত? তোমার পুলিশ আছে আমার বিরুদ্ধে তদন্ত করাক ।"

গতকাল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী মনোনীত হন সোনিয়া গান্ধি । লোকসভা নির্বাচনে ভরাডুবির পর সভাপতি পদ ছেড়ে দেন রাহুল গান্ধি । রাজনৈতিক মহলের বক্তব্য, সেই থেকেই নেতৃত্বহীনতায় ভুগছিল কংগ্রেস । সংসদের বাদল অধিবেশনে যার সুবিধা পায় BJP । সেই কারণেই দু'বছর পর আবারও সোনিয়া গান্ধিতেই ভরসা রাখল কংগ্রেস ওয়ার্কিং কমিটি ।

শুনুন বক্তব্য

এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "কংগ্রেস থাকলে পরিবার থাকবে । আর পরিবার থাকলে কংগ্রেস থাকবে । কংগ্রেসের চেয়ে এখন গান্ধি পরিবার বেশি বিপন্ন । এরা বাইরের লোককে মর্যাদা দেয়নি, তাই নতুন নেতা আসেনি । কংগ্রেসকে বাঁচাবার জন্য গান্ধি পরিবারের বাইরে কাউকে নেতা করা উচিত ।"

ABOUT THE AUTHOR

...view details