পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা ঠেকাতে বিনামূল্যে মাস্ক বিলি দুর্গাপুরে - কোরোনা

দুর্গাপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ড বেনাচিতি মিলন সংঘ ক্লাবের পক্ষ থেকে কোরোনা ভাইরাস প্রতিরোধে এলাকাবাসীর সঙ্গে পথচলতি মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

corona musk
কোরোনা ঠেকাতে মাস্ক বিলি বিনামুল্যে

By

Published : Mar 14, 2020, 7:44 PM IST

Updated : Mar 14, 2020, 10:49 PM IST

দুর্গাপুর,14 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্কের চাহিদা তুঙ্গে। কিনতে চেয়েও দোকানে মিলছে না মাস্ক। তখন দুর্গাপুরের একটি ক্লাবের উদ্যোগে এলাকাবাসীকে আজ বিনামূল্যে মাস্ক বিতরণ করা হল।

দুর্গাপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ড বেনাচিতি মিলন সংঘ ক্লাবের পক্ষ থেকে কোরোনা ভাইরাস প্রতিরোধে এলাকাবাসীর সঙ্গে পথ চলতি মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। যেভাবে কোরোনা ভাইরাস গোটা দেশ জুড়ে ছড়াচ্ছে তা আটকাতে বিশেষজ্ঞরা বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে বলছেন। তার মধ্যে অন্যতম মাস্কের ব্যাবহার। আর তার জেরেই বাজারে হু-হু করে বেড়েছে মাস্কের চাহিদা। এই মাস্ক নিয়ে কালোবাজারি শুরু এবং তা রুখতে বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট বিভাগের অভিযানও চলছে। বহু মানুষ মাস্ক পাচ্ছেন না। দুর্গাপুরের বেনাচতি বাজারের একটি ক্লাবের পক্ষ থেকে তাই শনিবার স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষকে কোরোনার আক্রমণ থেকে নিরাপদ রাখতেই এই মাস্ক বিতরণ করে। এই মাস্ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার।

মাস্ক বিলি দুর্গাপুরে

মাস্ক বিতরণের সঙ্গে সঙ্গে কোরোনা ভাইরাস প্রতিরোধের জন্য আবশ্যিক কী করণীয় সেই বিষয়ক একটি লিফলেটও বিলি করা হয় । রমাপ্রসাদ হালদার বলেন,"কোরোনা ভাইরাস যেভাবে বিশ্বব্যাপী আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। বেনাচিতি রায়পাড়ার এই ক্লাবের উদ্যোগে আজ এই মাস্ক বিতরন কর্মসূচিকে আমি সাধুবাদ জানাচ্ছি। বহু মানুষ উপকৃত হলেন এই মাস্ক পেয়ে।এ ভাবে আরও ক্লাবের এগিয়ে আসা প্রয়োজন।"

এই ক্লাবের সম্পাদক গৌরাঙ্গ বাগদি বলেন,"কোরোনা ভাইরাস যেভাবে ছড়াচ্ছে তাতে সবাই আতঙ্কিত। আমরা তাই মাস্কের ব্যবহারের জন্য এই কর্মসূচি নিয়েছি।"
মাস্ক নিতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ তবে আট থেকে আশি সবাই মাস্ক নেওয়ার জন্য লাইন দিয়েছিলেন এদিন ৷

Last Updated : Mar 14, 2020, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details