দুর্গাপুর,14 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্কের চাহিদা তুঙ্গে। কিনতে চেয়েও দোকানে মিলছে না মাস্ক। তখন দুর্গাপুরের একটি ক্লাবের উদ্যোগে এলাকাবাসীকে আজ বিনামূল্যে মাস্ক বিতরণ করা হল।
দুর্গাপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ড বেনাচিতি মিলন সংঘ ক্লাবের পক্ষ থেকে কোরোনা ভাইরাস প্রতিরোধে এলাকাবাসীর সঙ্গে পথ চলতি মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। যেভাবে কোরোনা ভাইরাস গোটা দেশ জুড়ে ছড়াচ্ছে তা আটকাতে বিশেষজ্ঞরা বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে বলছেন। তার মধ্যে অন্যতম মাস্কের ব্যাবহার। আর তার জেরেই বাজারে হু-হু করে বেড়েছে মাস্কের চাহিদা। এই মাস্ক নিয়ে কালোবাজারি শুরু এবং তা রুখতে বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট বিভাগের অভিযানও চলছে। বহু মানুষ মাস্ক পাচ্ছেন না। দুর্গাপুরের বেনাচতি বাজারের একটি ক্লাবের পক্ষ থেকে তাই শনিবার স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষকে কোরোনার আক্রমণ থেকে নিরাপদ রাখতেই এই মাস্ক বিতরণ করে। এই মাস্ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার।