পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফিরহাদ কি পারবেন দুর্গাপুরে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে, সংশয় তৃণমূলের অন্দরেই - durgapur

দুর্গাপুর মহকুমায় দুটি বিধানসভা আসনে দলীয় প্রার্থীদের শোচনীয় পরাজয়, লোকসভা নির্বাচনে BJP প্রার্থী এস এস আলুওয়ালিয়ার বিপুল ভোট পাওয়ার ময়নাতদন্তে দুর্গাপুর আসেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । তিনি পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের পর্যবেক্ষক । শিল্পশহরে এসে হারের ময়নাতদন্ত করতে বৈঠকে বসেন ফিরহাদ । শাসকদলের শ্রমিক সংগঠনের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণই যে হারের অন্যতম কারণ, তা বৈঠকে উঠে আসে । কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগে সমস্যার জেরেই শিল্পাঞ্চলে শাসকদল জমি হারিয়েছে বলে দাবি করেন বৈঠকে উপস্থিত কাউন্সিলরদের সিংহভাগ । যদিও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফিরহাদ হাকিম বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে কিছু বলতে চাননি । তবে শিল্পশহরে শ্রমিক সংগঠনের সমস্যা মেটাতে INTTUC-র জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল, INTTUC-র প্রাক্তন জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বৈঠক করে সমস্যা মেটাবেন বলে জানান ।

ফিরহাদ হাকিম, বিশ্বনাথ পাড়িয়াল ও জিতেন্দ্র তিওয়ারি

By

Published : Aug 24, 2019, 6:01 PM IST

Updated : Aug 24, 2019, 6:11 PM IST

দুর্গাপুর, 24 অগাস্ট : দুর্গাপুর মহকুমায় দুটি বিধানসভা আসনে দলীয় প্রার্থীদের শোচনীয় পরাজয়, লোকসভা নির্বাচনে BJP প্রার্থী এস এস আলুওয়ালিয়ার বিপুল ভোট পাওয়ার ময়নাতদন্তে দুর্গাপুর আসেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । তিনি পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের পর্যবেক্ষক । শিল্পশহরে এসে হারের ময়নাতদন্ত করতে বৈঠকে বসেন ফিরহাদ । শাসকদলের শ্রমিক সংগঠনের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণই যে হারের অন্যতম কারণ, তা বৈঠকে উঠে আসে । কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগে সমস্যার জেরেই শিল্পাঞ্চলে শাসকদল জমি হারিয়েছে বলে দাবি করেন বৈঠকে উপস্থিত কাউন্সিলরদের সিংহভাগ । যদিও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফিরহাদ হাকিম বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে কিছু বলতে চাননি । তবে শিল্পশহরে শ্রমিক সংগঠনের সমস্যা মেটাতে INTTUC-র জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল, INTTUC-র প্রাক্তন জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বৈঠক করে সমস্যা মেটাবেন বলে জানান ।

গত বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম এই দুই আসনে শাসকদলের প্রার্থীদের পরাজয়ের পর বর্ধমান জেলা তৃণমূলের তৎকালীন পর্যবেক্ষক অরূপ বিশ্বাস দুর্গাপুরে INTTUC-র কমিটিগুলি ভেঙে দেন । পরে দুর্গাপুরে পশ্চিম কেন্দ্রের কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ফের তৃণমূলের হয়ে কাজ শুরু করলে তাঁকে INTTUC-র পশ্চিম বর্ধমান জেলার সভাপতি করা হয় । কিন্তু প্রাক্তন সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়ের অনুগামীরা দুর্গাপুর ইস্পাত কারখানাসহ বেশ কয়েকটি কারখানায় ঠিকা শ্রমিক সংগঠনে দাপট ধরে রাখার কারণে সেগুলিতে বিশ্বনাথ পাড়িয়াল ইউনিট কমিটি গঠন করেও ক্ষমতা পাননি । তখন থেকেই শুরু হয় বিশ্বনাথ বনাম প্রভাত গোষ্ঠীর লড়াই । মাঝে মধ্যেই উত্তপ্ত হয় পরিস্থিতি । রাজনৈতিক মহলের মতে, প্রভাত চট্টোপাধ্যায় তাঁর আধিপত্য ও দক্ষতার প্রমাণ বারবার দেওয়ার পর দল তাঁকে গুরুত্ব দিতে থাকে । বিশ্বনাথ পাড়িয়াল নিজেকে গুটিয়ে নেন ।

রাষ্ট্রায়ত্ত কারখানাগুলির বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে দুর্গাপুরে আয়োজিত INTTUC-র মিছিলেও বিশ্বনাথ পাড়িয়ালকে দেখা যায়নি । এরপর থেকে আরও কোণঠাসা হয়ে পড়েন বিশ্বনাথ । তাঁর স্ত্রী রুমা পাড়িয়াল দুর্গাপুর পৌরনিগমের গুরুত্বপূর্ণ বিভাগের MIC । তিনি আজ প্রায় চারমাস পৌরসভায় নিজের দপ্তরে আসেননি । গতকাল রাতে দুর্গাপুরে ADDA-র দপ্তরে ফিরহাদ হাকিমের ডাকা বৈঠকে সবাই থাকলেও বিশ্বনাথ ও রুমা পাড়িয়ালকে দেখা যায়নি ।

শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

এনিয়ে সাংবাদিকরা ফিরহাদ হাকিমকে প্রশ্ন করেন, বিশ্বনাথ পাড়িয়াল তৃণমূলে আছেন? উত্তরে তিনি বলেন,"সে তৃণমূলেই আছে ।" রুমা পাড়িয়ালের দপ্তরে না আসা নিয়ে বলেন,"এই দলে কেউ দুর্লভ নয় । কাজের নিরিখে কাউকে বসানো যেমন হয়, আবার তাঁকে সরানো হয় । আমি দেখছি ।" কাউন্সিলদের মুখ থেকে একাধিক অভিযোগ শুনে তিনি বলেন, "আমি বিশ্বনাথ পাড়িয়াল, প্রভাত চট্টোপাধ্যায় ও জিতেন্দ্র তিওয়ারিকে কলকাতায় ডেকেছি । সমস্যা সমাধান হবে দ্রুত ।" কিন্তু আদৌ কি এই সমস্যার সমাধান হবে? গতকালের বৈঠকে ফিরহাদ হাকিমের কাছে ফের দুর্গাপুরের রাজনীতিতে প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়কে ফিরিয়ে আনার দাবি ওঠে । এনিয়ে ফিরহাদ হাকিম বলেন, "অপূর্ব মুখোপাধ্যায়ের সঙ্গে একবার কথা হয়েছে । আবার কথা বলব ।"

শিল্পশহর দুর্গাপুরে শ্রমিক সংগঠনের শক্তভিতের উপর দাঁড়িয়ে বামেরা 34 বছর শাসন করেছে । কিন্তু বর্তমান শাসকদলের অন্দরে লড়াইয়ের জেরে দুটি জেতা আসন হাতছাড়া । নতুন পর্যবেক্ষক, নতুন জেলা সভাপতি কি পারবেন দুর্গাপুরকে পুনরায় নিজেদের দখলে নিতে? মুখে যাই বলুক না কেনও দলের কর্মীরা বলছেন, কাজটা খুব শক্ত । কারণ কলকাতার বৈঠকে বিশ্বনাথ ও প্রভাতের আড়ি-ভাব খেলা বন্ধ হলেও জেলায় তার প্রভাব কর্মীরা কতটা দেখতে পাবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় রয়েছে ।

Last Updated : Aug 24, 2019, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details