পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাইক চালাতে চালাতে ফেসবুক লাইভ, দুর্গাপুরে যুবকের মৃত্যু - দুর্ঘটনায় যুবকের মৃত্যু দুর্গপুরে

বাইক চালাতে চালাতে মোবাইলে ফেসবুক লাইভ করছিলেন চঞ্চল ধীবর ৷ সেই সময়, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে সে। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয় । দুর্গাপুরের অন্ডাল থানার উখড়ার বিশ্বেশ্বরী কোলিয়ারি ও বাইপাসের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে ৷

bike accident for mobile use
মৃত্যু দুর্গপুরে

By

Published : Feb 16, 2020, 6:43 PM IST

দুর্গাপুর, 16 ফেব্রুয়ারি: সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুর খবর প্রায়ই সামনে আসে ৷ এবার বাইক চালাতে চালাতে মোবাইল ফোনে ফেসবুক লাইভ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ৷ নাম চঞ্চল ধীবর । দুর্গাপুরের অন্ডাল থানার উখড়ার বিশ্বেশ্বরী কোলিয়ারি ও বাইপাসের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে ৷

চঞ্চল একটি বেসরকারি হাসপাতালের কর্মী ছিল ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বিকেলে বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় মোবাইলে ফেসবুক লাইভ করছিল সে। হেলমেটও পরে ছিল না ৷ সেই সময়, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে চঞ্চল। মাথায় চোট পায় । আশপাশের কয়েকজন এসে প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ পরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

বাইকে ফেসবুক লাইভ করতে গিয়ে যুবকের মৃত্যু

মৃত যুবকের বাবা শংকর ধীবর ক্যামেরার সামনে জোড়হাতে আবেদন করেন, "আমার যা ক্ষতি হওয়ার হল ৷ আর কারও সন্তান যেন মোবাইল ফোন নিয়ে এভাবে গাড়ি না চালায় । "

রবিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ওই যুবকের ময়নাতদন্ত করা হয়।

ABOUT THE AUTHOR

...view details