পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ক্ষতিপূরণ না পেয়ে অন্ডালে বিক্ষোভ কৃষকদের - farmer show agitation for get compensation

2014 সালে খুঁটি সরানোর কাজ শেষ হলেও এখনও পর্যন্ত বেশ কয়েকজন কৃষক টাকা পাননি বলে অভিযোগ । তাই ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত জমিতে খুঁটি মেরামতের কাজ করতে দেবেন না বলে জানিয়েছেন তাঁরা ।

asd
asd

By

Published : Dec 23, 2020, 1:34 PM IST

দুর্গাপুর, 23 ডিসেম্বর : ক্ষতিপূরণের টাকা না পেয়ে বিদ্যুতের খুঁটি পোঁতার কাজ বন্ধ করে দিলেন ফরিদপুর ব্লকের আরতি মৌজার কৃষকরা । ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত কাজ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা ।

অন্ডাল ও ফরিদপুর ব্লকের 11টি মৌজার জমিতে গড়ে ওঠে অন্ডাল বিমানবন্দর । ফরিদপুর ব্লকের সংখ্যালঘু অধ্যুষিত আরতি মৌজার কৃষকদের জমি অধিগ্রহণ করা হয়েছিল । এদিকে বিমানবন্দর তৈরির সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের খুঁটি সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্য জায়গায় । সেই সময় যে সব জমির উপর বিদ্যুতের খুঁটি বসানো হয় সেই জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঠিক হয়েছিল । কিন্তু, 2014 সালে খুঁটি সরানোর কাজ শেষ হলেও এখনও পর্যন্ত বেশ কয়েকজন কৃষক টাকা পাননি বলে অভিযোগ ।

ক্ষতিপূরণ না পেয়ে বিক্ষোভ কৃষকদের

এদিকে আরতি মৌজায় সোমবার একটি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যায় । এরপর একটি বেসরকারি সংস্থা আজ সেই খুঁটি মেরামতের জন্য গ্রামে আসে । তখনই বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেন কৃষকরা । তাঁদের দাবি, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তাঁরা খুঁটি মেরামত করতে দেবেন না । আলোচনার মাধ্যমে আগে ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হোক তারপরই খুঁটি মেরামতের কাজ হবে । এছাড়া বর্তমান বাজার দর অনুযায়ী তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি জানান কৃষকরা ।

ABOUT THE AUTHOR

...view details