পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আধার কার্ড সংশোধনের ভুয়ো খবরে ভোগান্তিতে - Fake news of rectification on aadhaar card in Kanksha Durgapur

আধার কার্ড সংশোধনের ভুয়ো খবরে ভোগান্তিতে কাঁকসা ব্লকের বাসিন্দারা ৷ আজ সকাল থেকে দুর্গাপুরের কাঁকসা BDO অফিসে ভিড় জমান সাধারণ মানুষ ৷ কিন্তু BDO অফিসের কর্মীদের বক্তব্য, তাদের পক্ষ থেকে এমন কোনও প্রচার করা হয়নি ৷ শেষমেশ পরিস্থিতি সামাল দিতে ব্লক প্রশাসনের তরফে মাইকে প্রচার চালানো হয় ৷

আধার কার্ড সংশোধনের ভুয়ো খবরে ভোগান্তিতে

By

Published : Aug 29, 2019, 3:22 PM IST

দুর্গাপুর, 29 অগাস্ট: আধার কার্ডে কারও কোনও সমস্যা থাকলে তা সংশোধন করা হবে ৷ সোশাল মিডিয়ায় সপ্তাহ খানেক ধরে এই প্রচার করা হয় ৷ সেইমত আজ সকাল থেকে দুর্গাপুরের কাঁকসা BDO অফিসে বহু মানুষ ৷ কিন্তু BDO অফিস কর্মীদের বক্তব্য, তাদের পক্ষ থেকে এমন কোনও প্রচার চালানো হয়নি ৷

ন'পাড়ার বাসিন্দা ত্রিশূল পণ্ডিত বলেন, "আমরা শুনেছিলাম তিনদিন আধার কার্ড সংশোধনের কাজ হবে ৷ তাই আজ এসেছিলাম ৷ কিন্তু আসার পর শুনলাম আজ কোনও কাজ হবে না ৷" ব্লকের তরফে মাইকে প্রচার করা হয়, "আধার কার্ড সংক্রান্ত কোনও কাজ শুরু হলে তা জানিয়ে দেওয়া হবে ৷" কিন্তু প্রশ্ন কে বা কারা এই ভুয়ো খবর সোশাল মিডিয়ায় ছড়াল ৷

ABOUT THE AUTHOR

...view details