পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Enforcement Branch Raid : বাজারদর যাচাইয়ে দুর্গাপুরের বেনাচিতি বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান - Enforcement Branch Raid

কলকাতা ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান দুর্গাপুরের বেনাচিতি বাজারে (Enforcement Branch Raid in Durgapur Benachiti Market) ৷ আড়তদাররা জিনিসের দাম বাড়াচ্ছে কি না, খতিয়ে দেখতে এই অভিযান ছিল ৷

Enforcement Branch Raid in Durgapur Benachiti Market
Enforcement Branch Raid in Durgapur Benachiti Market

By

Published : Apr 20, 2022, 6:38 PM IST

দুর্গাপুর, 20 এপ্রিল : বুধবার দুপুরে দুর্গাপুরের বেনাচিতির বাজারের দোকানগুলিতে অতর্কিতে হানা দিল কলকাতা ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা (Enforcement Branch Raid in Durgapur Benachiti Market) ৷ মূলত আড়তদাররা কালোবাজারি করছে কি না, তা দেখতেই এই যৌথ অভিযান চালানো হয় ৷ কলকাতা ও আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের আধিকারিকরা ৷

এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক সুব্রত ভট্টাচার্য জানান, ধারাবাহিকভাবে তাঁদের এই অভিযান চলছে ৷ যাতে করে কোনও ব্যবসায়ী নিজের ইচ্ছামত সবজি, ফল, মাছ ও মাংসের দাম বাড়াতে না করতে পারে সেই বিষয়গুলি লক্ষ্য রাখা ৷ ব্যবসায়ীরা জানান, যেভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হচ্ছে ৷ তার ফলে স্বাভাবিকভাবেই সবজির হোক বা মাছ, সবকিছুর দাম বাড়ছে ৷

আরও পড়ুন : Enforcement Branch Raid: সবজি ও মাছ বাজারের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে দুর্গাপুরে অভিযান ইবি’র

তবে ব্যবসায়ীরা সঠিক দামেই সবজি, ফল, মাছ ও মাংস বিক্রি করছেন বলে জানিয়েছেন ৷ অন্যদিকে, ক্রেতারা জানান ধারাবাহিকভাবে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান চললে স্বস্তি পাবে সাধারণ মানুষ ৷ যদিও বাজার বন্ধের সময় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এই অভিযানকে ঘিরে প্রশ্ন উঠেছে ৷

বেনাচিতির বাজারে কলকাতা ও আসানসোল-দুর্গাপুর এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details