অন্ডাল, 7 ফেব্রুয়ারি: কর্মরত অবস্থায় খনি কর্মীর মৃত্যুর ঘটনার জেরে কাজ বন্ধ করে বিক্ষোভ খনি শ্রমিকদের । অন্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারির ঘটনা । মৃত ওই ECL কর্মীর নাম বীরালাল কিস্কু (54) ৷ অভিযোগ, তাঁর অসুস্থতার কোলিয়ারির ডিসপেন্সারিতেকোনও চিকিৎসক ছিলেন না ৷ তাই অসুস্থ হওয়ার পর প্রাথমিক চিকিৎসাটুকু পাননি বীরালাল ৷ সেই কারণেই অসুস্থ হওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার পর গতকাল খনি কর্মীরা কাজ বন্ধ রাখেন ৷ মৃতদেহ খনির মুখে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ ঘটনার দায় ECL কর্তৃপক্ষের উপরই চাপাচ্ছেন শ্রমিকরা ৷
কর্মরত অবস্থায় খনি শ্রমিকের মৃত্যু, চিকিৎসক না থাকার অভিযোগে বিক্ষোভ - অন্ডালের খবর
খনিতে কাজ করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এক শ্রমিক ৷ কোলিয়ারি ডিসপেন্সারিতে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, সে সময় সেখানে কোনও ডাক্তার উপস্থিত ছিলেন না ৷ আর তার জেরেই চিকিৎসা না পেয়ে কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় ওই শ্রমিকের ৷ ঘটনার পর মৃতদেহ খনির মুখে রেখে বিক্ষোভ দেখান খনি শ্রমিকরা ৷
গতকাল অন্যদিনের মতো নিজের কাজে যোগ দিয়েছিলেন বীরালাল ৷কাজ করতে করতে হঠাৎই দুপুর 1টা 30 মিনিট নাগাদ প্রচন্ড বুকে ব্যথা অনুভব করেন ৷ সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁকে কোলিয়ারির ডিসপেন্সারিতে নিয়ে যান ৷ কিন্তু সেখানে কোনও ডাক্তার উপস্থিত ছিলেন না বলে অভিযোগ খনি কর্মীরা ৷ কিছুক্ষণের মধ্যেই মারা যান বীরালাল ৷ অভিযোগ, ECL কর্তৃপক্ষের গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে বীরালালের ৷ প্রায়ই খনিতে ডাক্তার উপস্থিত থাকেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা ৷ অভিযোগ, সব জেনেও কোনও পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ ৷
ঘটনার পর খনি কর্মীরা কাজ বন্ধ করে দেন ৷ বীরালালের মৃতদেহ খনির মুখে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁদের কথায়, "নিয়ম মতো কোলিয়ারিতে একজন ডাক্তার থাকার কথা ৷ কিন্তু ডাক্তার যদি নিয়মিত না আসেন তবে এইরকম আকস্মিক দুর্ঘটনায় কী হবে ?" প্রশ্ন তুলছেন শ্রমিকরা ৷ এই বিষয়ে কোলিয়ারির ম্যানেজার দিলীপ কুমারকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে পারেননি ৷