দুর্গাপুর, 24 জুলাই: শ্রাবণেও বৃষ্টির দেখা নেই ৷ ধান চাষে জলের যোগান দিতে ডিভিসি সেচ ক্যানেলে ছাড়া হল জল ৷ দুর্গাপুর এলাকার দামোদরের দু’টি সেচ ক্যানেলের উপর নির্ভর করে চাষাবাদ হয় পূর্ব বর্ধমানের আউসগ্রাম, গলসি,বাঁকুড়ার বেশ কিছু অঞ্চল সহ বিস্তীর্ণ এলাকায় (DVC released water for agricultural purpose)।
আষাঢ় মাস শেষ শ্রাবণ শুরু হলেও দেখা নেই ভারী বৃষ্টির । চাষীরা ধান চাষ শুরু করলেও সেচের অভাবে ধানের বীজ মরতে শুরু করেছে ৷ জলের অভাবে কোথাও শুরু হয়নি ধান চাষ ৷ কয়েকদিন আগে ডিভিসি-র সঙ্গে একটি বৈঠক হয় । বৈঠকে সেচের কাজের জন্য জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় । ডিভিসির এই সিদ্ধান্তে চাষীরা উপকৃত হবেন বলে মনে করছেন সেচ দফতরের আধিকারিকরা ৷