দুর্গাপুর, 21 সেপ্টেম্বর: সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করে দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) অস্থায়ী কর্মীরা (Durgapur SBSTC Strike) ৷ বুধবার দুর্গাপুর ট্রাঙ্করোড বাস ডিপোর কর্মীরা অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে (Durgapur SBSTC Temporary Workers Called Strike) ৷ এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ৷
দুর্গাপুর ট্রাঙ্করোডে এসবিএসটিসি’র বাস ডিপোতে প্রায় 200 জন অস্থায়ী কর্মী রয়েছেন ৷ তাঁদের মূল দাবি, 2012-13 সালের মধ্যে যে সব কর্মীরা অস্থায়ীভাবে কাজে যোগ দিয়েছিলেন, তাঁদের দ্রুত স্থায়ীভাবে নিয়োগ করতে হবে ৷ পাশাপাশি, সম কাজে সম বেতন প্রদান ৷ অস্থায়ী কর্মীদের কাজের সময় 26 দিন করতে হবে ৷ সমবেতনে ছুটি মঞ্জুর করতে হবে কর্তৃপক্ষকে ৷ ছাঁটাই করা অস্থায়ী কর্মীদের পুনর্বহালের দাবিও জানানো হয়েছে ৷ প্রতিবছর বেতনবৃদ্ধির মতো একাধিক দাবিও রয়েছে এই অস্থায়ী কর্মীদের ৷