দুর্গাপুর, 6 অক্টোবর : বেতন বৃদ্ধির দাবিতে দুর্গাপুর নগরনিগমের সামনে অবস্থান-বিক্ষোভ সাফাই কর্মীদের ৷ বেতন বৃদ্ধি সহ 20 দফা দাবিতে আজ সকাল থেকে বিক্ষোভ দেখান নগরনিগমের প্রায় 1700 সাফাই কর্মী ৷ পুজোর আগে বেতন বৃদ্ধি না করা হলে লাগাতার ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন তাঁরা ৷
20 দফা দাবিতে দুর্গাপুর নগরনিগমের সামনে অবস্থান-বিক্ষোভ সাফাইকর্মীদের - দুর্গাপুর নগর নিগম
6 বছর ধরে এই আন্দোলন চলছে ৷ তবে এবার দাবি না মিটলে পুজোর পর সাফাই কর্মীরা অর্নিদিষ্টকালের জন্য ধর্মঘটে যোগ দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷
দুর্গাপুর
দুর্গাপুর নগরনিগমের 43টি ওয়ার্ডের সাফাই কর্মীদের বেতন দৈনিক 144 টাকা ৷ তা বেতন বাড়িয়ে 321 টাকা করার দাবি জানিয়েছেন INTTUC নেতা সুভাষ সাহা । তিনি বলেন, "6 বছর ধরে এই আন্দোলন চলছে ৷ তবে এবার দাবি না মিটলে পুজোর পর সাফাইকর্মীরা ধর্মঘটে যোগ দেবে ৷" তাঁর দাবি, সরকার নির্ধারিত ন্যূনতম বেতন থেকে বঞ্চিত হচ্ছেন সাফাই কর্মীরা ।
তিনি আরও বলেন, 6 দফা দাবিতে আন্দোলন শুরু হয়েছিল । আজ তা 20 দফা দাবিতে আন্দোলন চলছে ।