পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 22, 2020, 7:54 AM IST

Updated : Mar 22, 2020, 8:54 AM IST

ETV Bharat / city

দুর্গাপুরের বাজারে নেই ব্যবসায়ী, ফাঁকা বাসস্ট্যান্ড চত্বর

সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত দেশবাসীকে বাড়ি থেকে না বেরোনোর আবেদন করেছেন তিনি। সেই আবেদনে সাড়া দিয়ে সকাল থেকেই সুনসান দুর্গাপুর শিল্পশহর ।

durgapur
durgapur

দুর্গাপুর 22 মার্চ : কোরোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা দেশ । এই পরিস্থিতিতে আজ প্রধানমন্ত্রী জনতা কারফিউ ঘোষণা করেছেন । সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত দেশবাসীকে বাড়ি থেকে না বেরোনোর আবেদন করেছেন তিনি । সেই আবেদনে সাড়া দিয়ে সকাল থেকেই সুনসান দুর্গাপুর শিল্পশহর ।

বাকি দিনের তুলনায় আজকে আলাদা ছবি দেখা গেল দুর্গাপুরের বেনাচিতি বাজারে ৷ সকাল থেকেই সুনসান বাজার । সকালে খুচরা ব্যবসায়ীরা এই বাজারেই মাছ-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য আসেন । কিন্তু আজকের ছবিটা একেবারে আলাদা । একই ছবি দেখা গেল প্রান্তিকা মিনি বাসস্ট্যান্ড, দুর্গাপুর স্টেশন বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় ।

সকাল থেকেই সুনসান দুর্গাপুর

কোরোনা সংক্রমণকে রুখতে জনতা কারফিউ মানার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী । এবার তাতেই সাড়া দিল দুর্গাপুরবাসীরা ।

Last Updated : Mar 22, 2020, 8:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details