দুর্গাপুর ,16 মার্চ : রবিবার দুর্গাপুর সিটি সেন্টারের ওয়াটার পার্কে দেখা গিয়েছিল কোরোনা ভীতি কাটিয়ে জলকেলিতে মেতে ওঠার দৃশ্য । সেই খবর সর্বপ্রথম ETV ভারতে প্রকাশিত হয় । আর তারই জেরেই আজ নড়েচড়ে বসল দুর্গাপুর পৌরনিগম । তড়িঘড়ি পার্ক কর্তৃপক্ষকে আজ ডেকে পাঠানো হয় ৷ আপাতত অনির্দিষ্টকালের জন্য পার্ক বন্ধ রাখার কথা জানিয়ে দেওয়া হয় কর্তৃপক্ষকে ।
কোরোনা সংক্রমণের জেরে রাজ্যে বেশ কিছু সর্তকতা জারি করা হয়েছে । নবান্ন থেকে সরকারি স্কুলগুলিতে ছুটির কথা ঘোষণা করা হয়েছে । এরই মধ্যে দুর্গাপুরের পার্কে ঘুরে চোখে পড়ে অন্য ছবি । গতকাল সকালে এমনিতে শুনশান ছিল ওই পার্ক চত্বর । কিন্তু তার মধ্যেই সরকারি নিষেধাজ্ঞাকে কার্যত উপেক্ষা করেই কয়েকজনকে জলকেলি করতে দেখা গেছিল ৷ এ বিষয়ে পার্কের ম্যানেজার রবিন চট্টরাজের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, "আমরা কোনও নিষেধাজ্ঞা জারি করিনি । এখানে অনেকটা খোলা জায়গা রয়েছে ৷ মানুষ আসছে, আনন্দ উপভোগ করছে । কোনও কোরোনা ভীতি কারও মধ্যেই দেখা যাচ্ছে না । আশা করছি স্কুল-কলেজগুলিতে ছুটি ঘোষণা হওয়ায় পার্কে ভিড় আরও বাড়বে ।"
কিন্তু পার্কের জলে যাঁরা এসেছিলেন, তাঁদের হয়তো মাথায় নেই এর ফলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থেকে যায় ৷ স্বভাবতই প্রশ্ন উঠছিল কোরোনা সংক্রমণের সম্ভাবনা রুখতে সরকারি সচেতনতা বার্তা কি সবার কানে পৌঁছায়নি?