পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

থিম সোমনাথ মন্দির, সেজে উঠছে দুর্গাপুর সিটি সেন্টারের চতুরঙ্গের পুজো

এই সিটি সেন্টারে চতুরঙ্গ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো নিয়ে তাই স্বভাবতই উৎসাহ তুঙ্গে ৷ এ বছর 32 বছরে পড়ল এখানকার পুজো ৷

পুরোনো ছোটো ছোটো শিশি, কাচের টুকরো, চুড়ির টুকরো, ভাঙা আয়নার টুকরো দিয়ে দুর্গাপুরের শিল্পীর দ্বারা তৈরি হয়েছে এই মণ্ডপ ।

By

Published : Oct 2, 2019, 6:06 PM IST

Updated : Oct 2, 2019, 7:23 PM IST

দুর্গাপুর, 2 অক্টোবর : দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার । এই সিটি সেন্টারে চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো নিয়ে তাই স্বভাবতই উৎসাহ তুঙ্গে ৷ এ বছর 32 বছরে পড়ল এখানকার পুজো ৷

চলতি বছরে গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ । পুরোনো ছোটো ছোটো শিশি, কাচের টুকরো, চুড়ির টুকরো, ভাঙা আয়নার টুকরো দিয়ে দুর্গাপুরের শিল্পীর দ্বারা তৈরি হয়েছে এই মণ্ডপ ।

আট থেকে আশি দুর্গাপুরের আপামর মানুষ এই পুজো ময়দানে এসে প্রিয়জনদের সঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা দেন ।

মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাবেকি প্রতিমা তৈরি হয়েছে এখানে । মণ্ডপের ভেতরে ও বাইরের কারুকার্য অত্যন্ত আকর্ষক হবে দর্শনার্থীদের কাছে, এমনটাই জানালেন উদ্যোক্তা । তবে এই পুজোর বাড়তি আকর্ষণ চতুরঙ্গ ময়দান । এই পূজা মণ্ডপের সামনে বিশাল ময়দানে দর্শনার্থীদের সাময়িক জিরিয়ে নেওয়া, পুজোর আড্ডা এই পুজোর অন্যতম আকর্ষণ । আট থেকে আশি দুর্গাপুরের আপামর মানুষ এই পুজো ময়দানে এসে প্রিয়জনদের সঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা দেন ।

উদ্যোক্তারা বলেন, এ পুজোয় বাড়তি পাওনা পুজোর কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান । ছোট একটা মেলার আয়োজন হয়ে থাকে মাঠেই । খাওয়া-দাওয়া, আড্ডায় তাই জমজমাট হয়ে উঠছে চতুরঙ্গ ৷

Last Updated : Oct 2, 2019, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details