দুর্গাপুর, 29 ফেব্রুয়ারি: শিল্পনগরী দুর্গাপুরে দূষণ নিয়ন্ত্রণ করতে পাঁচ বছর আগে এ-জোন নেতাজি সুভাষ রোডের পাশে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির আওতায় নিজেদের সুবিশাল জায়গায় বসুন্ধরা পার্ক তৈরি করে । অভিযোগ, দেখভালের অভাবে বর্তমানে তা অসামাজিক কাজকর্মের আখড়া হয়ে উঠেছে ৷
দূষণের জেরে হাঁসফাঁস করে ওঠা মানুষগুলো যাতে একটু মুক্ত বাতাস আর শহরের কোলাহল থেকে মুক্তি পায়, তার জন্য তৈরি এই বসুন্ধরা পার্কে দীর্ঘ এলাকাজুড়ে সোনাঝুরি,ঝাউ,শাল ও সেগুন গাছ লাগানো হয় । তৈরি করা হয় সুবিশাল জলাধারও । শিশুদের জন্য বিভিন্ন জীব জন্তুর কংক্রিটের মডেল দিয়ে সাজিয়ে তোলা হয় এই পার্ক ৷ থিম পার্কের পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে কাজ থেমে যায় ৷ বর্তমানে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে এই পার্ক অসামাজিক কাজকর্মের মূলকেন্দ্র হয়ে উঠেছে । আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় গোটা এলাকা । চারিদিকে ঘন জঙ্গল থাকায় জলাধারের পাশে রোজ আসর বসে, চলে অবাধ মদ্যপান । ছড়িয়ে ছিটিয়ে থাকা মদের বোতল প্রমাণ দেয় তার ৷