পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দুর্গাপুর ব্যারেজের পলি সংস্কার আটকে, DVC-র কাজে গাফিলতার অভিযোগ - DVC-র কাজে গাফিলতার অভিযোগ

দুর্গাপুর ব্যারেজের জমা জল কী পারবে জলের সমস্যা মেটাতে? না কী এরফলে জল সংকট দেখা দিতে চলেছে শিল্প থেকে শস্য ভূমিতে?

durgapur barrage
দুর্গাপুর ব্যারেজের পলি সংস্কার আটকে

By

Published : Jan 27, 2020, 3:21 AM IST

দুর্গাপুর,27 জানুয়ারি : পলি জলেছে । আগের মতো আর জলধারণের ক্ষমতা নেই । সংস্কারের অভাবে দূষণ ছড়াচ্ছে দামোদর নদে । দুর্গাপুর ব্যারেজের জলধারণের ক্ষমতা 70 শতাংশ কমেছে। আর সব কিছুর জন্য় কেন্দ্রীয় সংস্থা DVC-র উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠছে ।

দুর্গাপুর ব্যারেজের জমা জল কী পারবে জলের সমস্যা মেটাতে? না কী এরফলে জল সংকট দেখা দিতে চলেছে শিল্প থেকে শস্য ভূমিতে?

দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দামোদর নদের বুকে চেক ড্যাম তৈরি করে জলকে ধরে রাখার ব্যবস্থা হয় । জমা জল থেকে সেচ ও শিল্পে জল সরবরাহের পাশাপাশি সাধারণ মানুষের পানীয় জলের জন্য পরিকল্পনা গৃহীত হয় । এজন্য গঠিত হয় দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC । দুর্গাপুর ব্যারেজ তৈরির কাজ শুরু হয় 1953 সালে । দুর্গাপুর ও আসানসোল- কে দেশের মানচিত্রে শিল্পনগরী হিসাবে তুলে ধরার জন্য তৎকালীন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রচেষ্টায় এই দুর্গাপুর ব্যারেজ ১৯৫৫ সালে উদ্বোধন হয় । 36 টি লকগেটযুক্ত এই দুর্গাপুর ব্যারেজের দেখভালের দায়িত্ব রাজ্য সেচ দপ্তরের হাতে ।

দুর্গাপুর ব্যারেজের দু'দিকে অর্থাৎ বাঁকুড়া ও দুর্গাপুরের দিকে দুটি সেচখাল RBC ও LBC তৈরি হয় । এই দুটি সেচ খাল থেকে পূর্ব বর্ধমান, হুগলি এবং বাঁকুড়া জেলার বহু অঞ্চলের কৃষকরা সেচের জলের সুবিধা পায়। অন্যদিকে দুর্গাপুর ব্যারেজে ধরে রাখা জল দুর্গাপুর ইস্পাত কারখানা সহ বহু কারখানায় জলের যোগান দেয় । বর্তমানে পানাগড়ে দেশের সর্ববৃহৎ যে বেসরকারি সার কারখানা আছে তারও জলের যোগান দিচ্ছে দামোদর।

দুর্গাপুর ব্যারেজের পলি সংস্কার আটকে

অথচ এই দামোদরের বুকে এখন বালির চর । আর দুর্গাপুর ব্যারেজে বছরের পর বছর শুধুই পলি জমছে । সেই পলি আজ পর্যন্ত একবারও সংস্কার করা হয়নি। উলটে মজে যাওয়া দুর্গাপুর ব্যারেজে আবার পানা জমেছে। কার্যত সংস্কারহীন দুর্গাপুর ব্যারেজ পানা পুকুরের রূপ নিয়েছে । দামোদর নদের উপর কাজ করা নৃপেষ বর জানান, "দামোদর দেশের সবচেয়ে প্রাচীন নদ। দামোদর নদ বৃষ্টির জলে পুষ্ঠ। আবহাওয়ার পরিবর্তন হয়েছে। বৃষ্টির পরিমান কমেছে। আর গাছ কমে যাওয়ার জন্য় দামোদরের তীরবর্তী এলাকায় ব্যাপক ভূমিক্ষয় হয়েছে। সেই মাটি,পলি এসে জমা হচ্ছে দামোদরে। " এই বিষয়ে DVC-র আধিকারিক এ কে জানা বলেন," 1964 সালে দুর্গাপুর ব্যারেজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের হাত থেকে রাজ্য সরকারের হাতে চলে যায় । ফলে এই বিষয়ে DVC-র কিছু করার নেই ।"

ABOUT THE AUTHOR

...view details