দুর্গাপুর, 8 মার্চ : আসানসোল জেলা আদালতের নির্দেশে রাষ্ট্রায়ত্ত DSP কর্তৃপক্ষ নিজেদের পার্ক সিল করে দিল । বিশাল পুলিশি ঘেরাটোপে এই পার্কের লিজ নেওয়া সংস্থার আধিকারিক সহ পার্কের সবাইকে বের করে পার্কটি সিল করে দেওয়া হয় । ইস্পাত কারখানা গড়ে ওঠার সঙ্গে এখানে শিল্পশ্রমিক ও তাঁদের পরিবারের লোকেদের মনোরঞ্জনের জন্য কুমারমঙ্গলম শিশু উদ্যান তৈরি করা হয় । সুবিশাল জায়গায় এই শিশুউদ্যানে সবুজের মাঝে জলাধার তৈরি হয় । 2006-7 বর্ষে এই শিশুউদ্যানটি একটি বেসরকারি সংস্থা কে লিজ় দেওয়া হয় । তারপর ওই শিশুউদ্যানে সেই সংস্থা নিজেদের মত করে সাজিয়ে ব্যবসা শুরু করে ।
2016 সাল থেকে এই পার্কের জন্য DSP র প্রাপ্য টাকা দেওয়া হয় না বলেই রাষ্ট্রায়ত্ত এই সংস্থার দাবি । চলতে থাকে আইনি লড়াই । দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের দাবি আসানসোল জেলা আদালতের নির্দেশ মেনেই তাঁরা আজ পুলিশকে নিয়ে এই পার্কটি সিল করে দেয় । উপস্থিত ছিলেন ACP(পূর্ব) আরিশ বিলাল সহ আরও এক ম্যাজিস্ট্রেট । পুলিশের সঙ্গে র্যাফ ও কমব্যাট ফোর্সকেও রাখা হয় । অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এই পার্কের লিজ নেওয়া সংস্থা পার্কের ভেতরে যে রেঁস্তোরা চালাত সেটাও বন্ধ করে দেওয়া হয় । লিজ নেওয়া সংস্থার কর্ণধার দেবাশীষ মজুমদার বারবার DSP -র নগর প্রশাসন ভবনের আধিকারিকদেরকে বলেন দশ দিন সময় দিতে । কিন্তু ইস্পাত কারখানার আধিকারিকরা তাঁর কোনও কথা শোনেননি । তাঁরা পার্কের সমস্ত দরজাসহ ওই রেঁস্তোরাটি সিল করে দেয় । উল্লেখ্য এই পার্কটি লিজে নেওয়া সংস্থা 2016 থেকে যে টাকা বাকি রাখে আজ তা বিপুল অঙ্কে পরিণত হয়েছে । সুত্রের খবরানুযায়ী দীপেন মুখার্জি নামে কোনও ব্যক্তির মালিকানায় সংস্থা এই পার্কটি নতুন করে লিজ় পেয়েছেন । পার্কটি এতদিন যিনি চালাচ্ছিলেন সেই দেবাশিস মজুমদার BJP-র সঙ্গে যুক্ত । তিনি স্থানীয় BJP নেতা হিসাবে পরিচিত । অভিযোগ উঠছিল এই পার্কের ভেতরে রেস্তরাঁটি BJP- র কার্যালয়ে পরিণত হয়েছিল ।