দুর্গাপুর, 18ফেব্রুয়ারি : দুটি বাইক ৷ চালকও দু'জন ৷ হাত ধরাধরি করে বাইক চালিয়ে বিশেষ কসরতের চেষ্টা করছিল তারা ।একজনের বাইক রাস্তার পাশে ছিটকে গিয়ে মা ও মেয়েকে ধাক্কা মারে সেই সময় কালিয়া বাউরি নামক বাইক চালক দ্রুতবেগে এলাকা ছেড়ে পালাতে গিয়ে একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় । তার জেরেই কালিয়া বাউরি (২২বছর) নামের বাইক আরোহীর মৃত্যু হল। আশঙ্কাজনক সাইকেলে থাকা মাধ্যমিক পরীক্ষার্থী সুমিত নুনিয়া । এই দুর্ঘটনার জেরে দুই মহিলাও আহত হয়েছেন । ঘটনাটি ঘটে দুর্গাপুরের ফরিদপুর থানার ঝাঁঝরা কলোনিতে ।
সোমবার সন্ধ্যায় ফরিদপুর থানার ঝাঁঝরা কলোনিতে ব্যস্ততম রাস্তায় দুই বাইক আরোহী কসরতের চেষ্টা করছিল বাইক নিয়ে ৷ সেই সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলা ও তাঁর মেয়েকে ধাক্কা মেরে উলটে যায় । সেইসময় বেগতিক বুঝে অপর এক বাইক চালক কালিয়া বাউরি দ্রুত পালাতে গেলে একটি সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কালিয়া বাউরির । মৃত বাইক চালক নাগরকোন্দা শিবমন্দির এলাকার বাসিন্দা ৷