দুর্গাপুর, 11 মে : আক্রান্তের পাশাপাশি বাড়ছে কোরোনায় মৃত্যুর সংখ্যা । অবস্থা এমন যে দেহ দাহ করা নিয়েও কালোবাজারি শুরু হয়েছে । এই পরিস্থিত সামলাতে সক্রিয় হল দুর্গাপুর পৌরসভা ৷ মৃতদেহের ভিড় সামলাতে দুর্গাপুরের পুরোনো শ্মশানগুলিকে সক্রিয়া করা যায় কিনা তা নিয়ে এদিন বৈঠক হল ।
করোনা আক্রান্ত রোগীর দেহ দাহ করার জন্য দুর্গাপুরের একমাত্র ভরসা বীরভানপুর শ্মশান । যার জেরে চাপ বাড়ছে ওই শ্মশানে । এত বড় শহরে একমাত্র শ্মশান যেখানে রয়েছে বৈদ্যুতিক চুল্লি । কোভিড ছাড়া অন্য কারণে মৃতদেরও দেহ দাহ করতে এই শ্মশানে আনা হয়ে থাকে । অভিযোগ, দাহ করতে এসে তাঁরাও বিপাকে পড়ছেন ৷ মৃতদেহ জমে থাকায় দাহ করতে অনেক সময় লাগছে ৷ অভিযোগ, এই সুযোগে মৃতদেহ দাহ করা নিয়েও কালোবাজারি শুরু করেছে ৷ দাহ করতে আসা পরিবারের কাছে প্রচুর পরিমান টাকা চাওয়ার অভিযোগ উঠছে।
আরও পড়ুন: বাঁকুড়ায় কোভিড শ্মশানে ইলেকট্রিক চুল্লি বিকল হয়ে বিপত্তি