পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লাল বাহাদুর শাস্ত্রীকে "লাল বাহাদুর সিং" বললেন কংগ্রেস নেতা - india's 2nd pm Lal Bahadur Shastri

লাল বাহাদুর শাস্ত্রীর পরিবর্তে লাল বাহাদুর সিং বলে বিতর্কের মুখে পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস সভাপতি তরুণ রায় ৷ আজ গান্ধি মোড়ের গান্ধি মূর্তির পাদদেশে সমবেত হন জেলার কংগ্রেসের নেতা কর্মীরা ৷

District President of the Congress
কংগ্রেসের জেলা সভাপতি

By

Published : Oct 2, 2020, 6:07 PM IST

দুর্গাপুর, 2 অক্টোবর : গান্ধিজির জন্মজয়ন্তীর পাশাপাশি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিবস । আর সেকথা বলতে গিয়ে "লাল বাহাদুর সিং" বলে ফেললেন পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস সভাপতি তরুণ রায় ৷ গতকাল উত্তরপ্রদেশে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধির উপর পুলিশের জঘন্য নির্যাতন চলে ৷ তারই প্রতিবাদে দুর্গাপুরে গান্ধি মোড়ে মহাত্মা গান্ধির মূর্তির পাদদেশে সমবেত হন কংগ্রেসের নেতা কর্মীরা ৷

উত্তরপ্রদেশের হাথরসের ঘটনায় সারা দেশে বিক্ষোভের আগুন যেমন জ্বলছে, তেমনই নতুন কৃষি আইন প্রণয়নে শোরগোল পড়ে গেছে ৷ আজ মহাত্মা গান্ধির মূর্তিতে মাল্যদান, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় । বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে কংগ্রেস । পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস সভাপতি তরুণ রায় বলেন, "যোগীরাজ চলছে তাই উত্তরপ্রদেশে পুলিশি নির্যাতন চলছে । রাতের অন্ধকারে নির্যাতিতার দেহ দাহ করা থেকে কংগ্রেসের সর্বোচ্চ নেতা-নেত্রী রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধিকে পুলিশ যেভাবে হেনস্থা করেছে ৷ তারই প্রতিবাদে আজ আমরা পথ অবরোধ করছি।"

কী বললেন কংগ্রেসের জেলা সভাপতি ? দেখুন ভিডিয়ো...

তিনি আরও বলেন, "আজ মহাত্মা গান্ধির জন্ম দিবস । তারসঙ্গে ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর সিংয়ের জন্মদিন ।" কংগ্রেস নেতার মুখে এমন মারাত্মক ভুল যথেষ্ট বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে রাজনৈতিক মহলে ৷ তাঁদের মতে, রাজনৈতিক নেতা-নেত্রীদের সচেতন হয়ে কথা বলা উচিত ৷

ABOUT THE AUTHOR

...view details