দুর্গাপুর, 27 এপ্রিল: পোস্ট অফিসে রেশন কার্ড এলেও তা বিলি করা হয়নি । এমন অভিযোগ উঠেছে দুর্গাপুরের কমলপুর গ্রামের সাব-পোস্ট অফিসের বিরুদ্ধে । তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলরের দাবি, পোস্ট অফিসের ভেতরে থাকা এক BJP কর্মী রেশন কার্ডগুলিকে আটকে দিয়েছে । খবর পেয়ে, দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পোস্ট অফিসে থাকা রেশন কার্ড বিলি করেন ।
দুর্গাপুরের কমলপুর গ্রামে একটি সাব-পোস্ট অফিস রয়েছে । অভিযোগ, এই পোস্ট অফিসে বেশ কয়েকদিন আগেই নতুন রেশন কার্ড আসে । তা গ্রাহকদেরকে দেওয়া হয়নি । পোস্টমাস্টারের কথা অনুযায়ী এই পোস্ট অফিসের কোন পিওন না থাকায় এবং সঠিক ঠিকানা না থাকায় কার্ডগুলি বিতরণ করা হয়নি । এছাড়া কোরোনা সংক্রমণের জেরে রেশন কার্ডগুলি বিলি করা সম্ভব হয়নি ।
অন্যদিকে পোস্টমাস্টার সুদীপ চৌধুরির দাবি, অনেককেই ফোন করে কার্ড বিতরণ করা হয়েছে পোস্ট অফিস থেকে । এলাকার অনেক মানুষ জানতে পারেন যে, তাদের অনেকের রেশন কার্ডগুলি পোস্ট অফিসে পড়ে আছে । সেই মতো তারা আজ দুর্গাপুর নগর নিগমের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা সরকারকে নিয়ে ওই পোস্ট অফিসে যান । তাঁরা জানান, পোস্ট মাস্টারের সঙ্গে স্থানীয় এক BJP কর্মী সুনীল কিস্কুকে ।
কাউন্সিলর জানান, সুনীলের বাবা পোস্ট অফিসের কর্মচারী ছিলেন । তিনি মারা গেছেন । সেই চাকরিটা সুনীল পাবে । এমনটাই জানান ওই পোস্ট অফিসের পোস্ট মাস্টার । তিনি স্পষ্ট জানান, "BJP-র পক্ষ থেকেই ষড়যন্ত্র করে এই কার্ডগুলি বিতরণ করা হয়নি ।" অন্যদিকে কাউন্সিলরের আনা অভিযোগ স্থানীয় BJP নেতা অস্বীকার করেন । অমিতাভ বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করেন, "তৃণমূল কংগ্রেসের চাপেই পোস্ট অফিসে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে নতুন যে রেশন কার্ড এসেছে তা বিলি করা যাচ্ছে না । তাই BJP-র ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই ।"
এদিন সকাল থেকেই স্থানীয়রা পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখায় । ঘটনাস্থানে দুর্গাপুর থানার পুলিশ আসে । পোস্ট অফিসে আসা কার্ডগুলি বিতরণ করে পুলিশ । তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।