পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durgapur Deputy Mayor controversial speech : শপথ মঞ্চ থেকেই রাজনৈতিক হুঁশিয়ারি দিয়ে বিতর্কে দুর্গাপুরের ডেপুটি মেয়র - deputy mayor of durgapur nagar nigam creates controversy with his political speech

শপথ গ্রহণ শেষে সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক ভাষণ দিয়ে বিতর্কের সৃষ্টি করলেন দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "২০১৭ সালে যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়েছিল । এবারও সেই পদ্ধতিতেই ভোট হবে ।" আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক (Statement of deputy mayor Amitava Banerjee creates Controversy) ৷

Asansol Deputy Mayor controversial speech
ডেপুটি মেয়রের পদের শপথ মঞ্চ থেকেই রাজনৈতিক হুঁশিয়ারি, শুরু বিতর্ক

By

Published : Dec 24, 2021, 7:37 PM IST

দুর্গাপুর, ২৪ ডিসেম্বর : শুক্রবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে প্রথম মহিলা মেয়র রূপে শপথ নিলেন অনিন্দিতা মুখোপাধ্যায় ৷ ডেপুটি মেয়র পদে শপথ নিলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায় । ডেপুটি মেয়র পদে শপথ নেওয়ার পর সরকারি মঞ্চে জেলাশাসক, মহকুমা শাসকদের উপস্থিতিতেই রাজনৈতিক ভাষণ দিয়ে বিতর্ক সৃষ্টি করলেন দুর্গাপুরের ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় (Statement of deputy mayor Amitava Banerjee creates Controversy)। সমালোচনায় সরব বিজেপি ও সিপিএম ।

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র পদে শপথ বাক্য পাঠ করানো হয় অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে । শপথ গ্রহণ শেষে সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক ভাষণ দিয়ে বিতর্কের সৃষ্টি করেন অমিতাভবাবু । তিনি বলেন, " ২০১৭ সালে যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়েছিল । এবারও সেই পদ্ধতিতেই ভোট হবে ।" বিজেপি, সিপিএমকে কোনও জায়গা ছাড়া যাবে না বলে মন্তব্য করেন তিনি ৷ তার এই বক্তব্যের পরেই বিতর্কের ঝড় উঠেছে ৷ প্রশাসনিক মঞ্চ থেকে রাজনৈতিক ভাষণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় ৷ আর সেই নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা ৷

শপথ মঞ্চ থেকেই বিতর্কের সৃষ্টি করলেন ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায়

ডেপুটি মেয়র অমিতাভবাবুর ভাষণের সমালোচনা করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই । তিনি বলেন, "২০১৭ সালের ভোটকে যদি গণতান্ত্রিক ভোট বলে তাহলে কিছু বলার নেই। সাধারণ ভোটারদের ভোট না দিতে দিয়ে ভোট হয়েছিল। আমরা আর এসব হতে দেব না । প্রতিরোধ কিভাবে করতে হয় বিজেপি জানে । এবার পালটা লড়াই হবে ।"

আরও পড়ুন :দুর্গাপুরের প্রথম মহিলা মেয়র তৃণমূলের অনিন্দিতা মুখোপাধ্যায়

অন্যদিকে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের বক্তব্য, "এই পুরবোর্ডকেই বসিয়ে দেওয়া উচিৎ ছিল । কারণ, ২০১৭ সালে ৪৩টা আসনই ভোট লুঠ করে জিতেছিল ।" আজ কাউন্সিলরদের বৈঠকে ও শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সদ্য ইস্তফা দেওয়া মেয়র তথা কাউন্সিলর দিলীপ অগস্তি এবং কাউন্সিলর তথা বর্তমান বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details