পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লকগেট ভাঙার পর বোতলবন্দী জলের চাহিদা বেড়েছে দুর্গাপুরে - Durgapur

শনিবার দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট ভেঙে যায় ৷ আজ সকাল থেকেই জলের জন্য লম্বা লাইন পড়ে বোতলবন্দী পানীয় জলের দোকানগুলিতে ৷

bottle filled drinking water
bottle filled drinking water

By

Published : Nov 1, 2020, 10:59 PM IST

দুর্গাপুর, 1 নভেম্বর : শনিবার সকালে দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট ভেঙে যায় । প্রায় জলশূন্য এই মুহূর্তে দুর্গাপুর ব্যারেজ । রবিবার সকালে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে কিছুক্ষণের জন্য পানীয় জল পরিষেবা দেওয়া হয় । কিন্তু তা যথেষ্ট নয় শিল্পাঞ্চলের মানুষের জন্য । এই অবস্থায় জলের চাহিদা মেটাতে সকাল থেকে লম্বা লাইন বোতলবন্দী জলের দোকানগুলিতে ৷

এর আগে 2017 সালের নভেম্বর মাসে দুর্গাপুর ব্যারেজের 1 নম্বর গেট ভেঙে যায় । সেই সময় চারদিন দুর্গাপুরে প্রবল জল কষ্ট দেখা দিয়েছিল । প্যাকেজ পানীয় জলের চাহিদা তুঙ্গে উঠেছিল । অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চড়া দামে গ্যালন ভরতি জল বিক্রির একের পর এক অভিযোগ এসেছিল ৷ অভিযোগ উঠেছিল, এক বোতল জলের দাম তিন থেকে চার গুণ বেশি নেওয়া হচ্ছে ক্রেতাদের থেকে ৷

লকগেট ভাঙার পর গ্যালনবন্দী জলের চাহিদা বেড়েছে দুর্গাপুরে

রবিবার দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে সামান্য সময়ের জন্য পানীয় জল পরিষেবা দেওয়া হয় ৷ সেটা অবশ্য দুর্গাপুরবাসীর জন্য যথেষ্ট নয় । স্বাভাবিকভাবেই আবার সেই প্যাকেজ পানীয় জল বিক্রেতাদের দোকানের সামনে লম্বা লাইন দিতে বাধ্য হয় স্থানীয়রা । তবে রবিবার স্বাভাবিক দামেই বিক্রি হয়েছে গ্যালনবন্দী জল । কিন্তু ক্রেতাদের আশঙ্কা আগামীকাল থেকে জলকষ্ট আরও তীব্র হবে ৷ ফের অসাধু ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করবে গ্যালনবন্দী জল ।

স্থানীয় বাসিন্দা দেবীপ্রকাশ হাজরা জানান, জল কষ্ট শুরু হয়ে গেছে । বলেন, "আমাদেরকে বাধ্য হয়ে এই গ্যালন ভরতি জল কিনতে হচ্ছে । পৌরসভার পক্ষ থেকে গতবার ট্যাংকার দেওয়া হয়েছিল । এবার কিন্তু তা এখনও পর্যন্ত দেওয়া হয়নি । তাই আপাতত কয়েকদিন আমাদেরকে জল কিনে চালাতে হবে ৷ এটা বুঝে গেছি । গতবার চড়া দামে বিক্রি হয়েছে জল । যদিও এবার এখনও পর্যন্ত স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে ।

এ বিষয়ে পানীয় জল বিক্রেতা পিন্টু হাজরা বলেন, " আমরা ফায়দা তোলার ব্যবসা করছি না । তাই স্বাভাবিক দামেই বিক্রি করছি । আমাদের কাছে আজ সকাল থেকে ক্রেতারা এসে ভিড় করছেন । আশা করছি ক্রেতাদের চাহিদা মেটাতে পারব ।

আপাতত তৃষ্ণার্ত দুর্গাপুরবাসী তাকিয়ে আছে দুর্গাপুর ব্যারেজের ভেঙে পড়া লকগেট কত দ্রুত সারাই করা হয় তার দিকে ।

ABOUT THE AUTHOR

...view details