পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ঘূর্ণিঝড়ের আগে কাঁকসায় বন্য পশুদের সুরক্ষায় তত্পর প্রশাসন - ঘূর্ণিঝড় যশ

ঘূর্ণিঝড় যশের তাণ্ডব থেকে বন্য পশুদের সুরক্ষিত রাখতে তত্পর প্রশাসন ৷ কাঁকসার জঙ্গলমহলের জন্য নানা ব্যবস্থা নিয়েছে বন দফতর ৷

cyclone yaas preparation in kaksa Reserve forest
ঘূর্ণিঝড়ে বন্য পশুদের সুরক্ষায় কাঁকসায় তত্পর প্রশাসন

By

Published : May 23, 2021, 7:51 PM IST

দুর্গাপুর, 23 মে: বঙ্গে ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা ৷ আগাম সর্তকতা নিয়েছে রাজ্য সরকারের । বন্য জীবজন্তু ও বনাঞ্চল সংলগ্ন বসতির মানুষজনের সুরক্ষা নিশ্চিত করতেও তত্পর প্রশাসন ৷ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বনাঞ্চলে বেশকিছু আগাম ব্যবস্থা নিয়েছে বন দফতর ৷

কাঁকসা জঙ্গলে মোড়া এলাকা । কাঁকসার জঙ্গলমহলে বিভিন্ন বন্য জীবজন্তুদের বাস । দেউলের জঙ্গলে হরিণ এবং ময়ূর সংরক্ষিত রয়েছে । 40 টির মত হরিণ এবং বহু ময়ূর রয়েছে সেখানে ৷ পাশাপাশি বিভিন্ন বন্য জীবজন্তু এবং পাখির বসবাস । বর্ধমান ডিভিশনের মুচিপাড়া রেঞ্জের আওতায় এই জঙ্গলমহল এলাকা ।

এ রাজ্যে ঘূর্ণিঝড় প্রবেশ করলে যাতে বন্য জীবজন্তুদের কোনও রকম ক্ষতি না-হয় সে জন্য বনদফতর আগে থেকেই তৎপর । গাছ কাটার মেশিন, স্নেক ক্যাচার, জঙ্গলের মাঝে জল জমে গেলে জল নিকাশের জন্য যন্ত্র এবং জঙ্গল লাগোয়া গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হলে তৎক্ষণাৎ বনদফতরে কর্মীরা যাতে পৌঁছতে পারে, তার ব্যবস্থা করে রাখা হয়েছে ৷

আরও পড়ুন:26 মে দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে যশ

কাঁকসায় তত্পর বন দফতর

এ জন্য একাধিক দল গঠন করা হয়েছে । জঙ্গলের ভেতর গ্রামগুলিকে সচেতন করা হচ্ছে, কোনও বন্য জীবজন্তু গ্রামের ভেতর প্রবেশ করলে বনদফতরকে তৎক্ষণাৎ খবর দেওয়ার কথা জানানো হচ্ছে । মলানদিঘি বিট অফিসার রীতা পাল জানিয়েছেন, শিবপুর বনদফতর, মলানদিঘি বনদফতর, বামুনাড়া বনদফতর এবং রঘুনাথপুর বনদফতরের কর্মীরা সজাগ থাকবেন ।

ABOUT THE AUTHOR

...view details