দুর্গাপুর, 21 অগস্ট : তৃতীয়বারের জন্য মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এলাকায় এলাকায় চলছে দুয়ারে সরকার শিবির । সেখানে উপচে পড়া ভিড় । সাধারণ মানুষের সুবিধার জন্য শনিবার পানাগড় বাজার জুনিয়র হাইস্কুল প্রাঙ্গণে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলআপ করার কাজে এগিয়ে আসতে দেখা গেল সিপিআইএম নেতা-কর্মী-সমর্থকদের ।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা সিপিআইএম নেতা শেখ শামসুজ্জোহা-সহ আরও বেশ কয়েকজন সিপিআইএম কর্মী ক্যাম্পে বসে সাধারণ মানুষকে সাহায্য করলেন ৷ সিপিআইএম নেতা শেখ শামসুজ্জোহা জানান, সাধারণ মানুষের সুবিধার জন্যই তাঁরা দুয়ারে সরকার ক্যাম্পে এসে ফর্ম ফিল আপ করছেন । তাঁরা বিরোধী হলেও রাজ্য সরকারের একটা প্রকল্পের ফর্ম ফিলআপ করতে এগিয়ে এসেছেন, যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় । এই এলাকার সিপিআইএম নেতারা দুয়ারে সরকার ক্যাম্পে এসে প্রমাণ করলেন মানুষের ভাল হচ্ছে ৷ তাই এমন কাজে তারা এগিয়ে এসেছেন । বিরোধিতার জন্যই কেবলমাত্র বিরোধিতা করা বিরোধীদের কাজ নয় ।