দুর্গাপুর, 6 জানুয়ারি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের সভাপতি ঐশী ঘোষ সহ অন্যান্য পড়ুয়াকে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষক, অধ্যাপক-অধ্যাপিকাকে লক্ষ্য করে আক্রমণ চালায় বেশ কিছু দুষ্কৃতী । তারই প্রতিবাদে আজ দুর্গাপুরের CPI(M) সমর্থকরা রাষ্ট্রায়ত্ত অ্যালয় স্টিল কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় ।
অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন CPI(M)-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার । বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন জেলার অন্যান্য বামপন্থী নেতারা । তাঁদের অভিযোগ, ''দেশের সংবিধান বাঁচাতে একদল যখন মরিয়া, ঠিক সেই সময় BJP আশ্রিত দুষ্কৃতীসহ RSS সশস্ত্র আক্রমণ চালাচ্ছে । এই ঘটনা নিন্দনীয় ।''