পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

করোনা নিয়ে সচেতনতায় দুর্গাপুরে অভিযান

এক উদ্যোগের সূচনা হয় শনিবার ৷ চলবে আগামী 14 দিন ৷

করোনা নিয়ে সচেতনতায় দুর্গাপুরে অভিযান
করোনা নিয়ে সচেতনতায় দুর্গাপুরে অভিযান

By

Published : May 15, 2021, 8:11 PM IST

দুর্গাপুর, 15 মে : বেড়ে চলা অতিমারি করোনাকে রুখে দিতে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সমস্ত ওয়ার্ডে বাজার এবং জনবহুল এলাকা রয়েছে, সেইসব এলাকায় স্থানীয় কাউন্সিলররা আমজনতাকে সচেতন করার কাজ করবেন । দুর্গাপুরের 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডিএমসি-র ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় উদ্যোগে সিটি সেন্টার ডেলি মার্কেটে শনিবার সকালে মানুষকে সচতেন করতে 15 দিন ব্যাপী এভাবে অভিযান চালানোর কথা জানালেন ডেপুটি মেয়র ।

এক উদ্যোগের সূচনা হয় শনিবার ৷ চলবে আগামী 14 দিন ৷ অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, ‘‘মানুষকে সচেতন হতে হবে । সোশ্যাল ডিসটেন্স মেনে চলতে হবে । জনসমাগম ঘটে এরকম এলাকাতে নিজেকে দূরত্ব বজায় রেখে থাকতে হবে এবং যথাযথ মাস্ক ব্যবহার করতে হবে ৷ সাবান দিয়ে হাত ধুতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে । তাহলেই এই করোনা অতিমারি পরাজিত হবে ।’’

আরও পড়ুন :পরিবহন বন্ধের নির্দেশ, কপালে চিন্তার ভাঁজ চালকদের

ABOUT THE AUTHOR

...view details