পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আতঙ্ক কম, ফাঁকা নেই দুর্গাপুরের পার্ক - জলকেলি

সকাল থেকেই ওই পার্কে পরিবার নিয়ে জলকেলিতে মেতে উঠেছেন মানুষ । স্কুল, কলেজ পড়ুয়া সকলেই এই পার্কে আনন্দ উপভোগের মাঝে যেন ভুলেই গেছে কোরোনা আতঙ্কের কথা ।

corona panic
corona panic

By

Published : Mar 15, 2020, 6:18 PM IST

Updated : Mar 15, 2020, 8:38 PM IST

দুর্গাপুর, 15 মার্চ : কোরোনা আতঙ্ক নিয়ে সতর্কতা জারি করেছে রাজ্য ৷ নবান্ন থেকে সরকারি স্কুলগুলির ছুটির কথা ঘোষণা করা হয়েছে । এরই মধ্যে দুর্গাপুরের পার্কে দেখা গেল ভিন্নচিত্র । রবিবাসরীয় সকালে কোরোনা আতঙ্কে ভিড় কিছুটা কম হলেও ফাঁকা নয় দুর্গাপুরের পার্ক । বহু মানুষ একত্রিতভাবে জলকেলিতে মেতে উঠেছেন ৷ আনন্দ উপভোগের মাঝে বলা যায় ভুলে গেছেন কোরোনা আতঙ্কের কথা ।

দেশজুড়ে কোরোনা ভাইরাসের আতঙ্ক ৷ এই সময়ে জমায়েত এড়িয়ে যাওয়ার বার্তা দিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার । নবান্ন থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে । বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতেও একই নির্দেশিকা জারি করা হয়েছে । কিন্তু দেশজুড়ে কোরোনা আতঙ্কের মাঝে দুর্গাপুর সিটি সেন্টারের একটি পার্কে আজ দেখা গেল ভিন্ন ছবি । স্কুল-কলেজ ছুটি থাকায় সরকারি সর্তকতাকে কার্যত উপেক্ষা করেই অনেকেই একত্রিত হতে দেখা গেল দুর্গাপুর সিটি সেন্টারের ওই পার্কে ।

জলকেলিতে মেতে উঠেছেন মানুষ

স্কুল কিংবা কলেজের পড়ুয়া সকলে এই পার্কে আনন্দ উপভোগের মাঝে যেন ভুলেই গেছে কোরোনা আতঙ্কের কথা । পার্কে এসে মণিকা দাস জানান, "হয়তো কোথাও ভয় আছে । কিন্তু তার মাঝেও আনন্দ উপভোগ করলাম ।" মনিকার মেয়ে রীতিকা বলে, "পার্কে এসে সারাদিন আনন্দ উপভোগ করলাম ৷ পরীক্ষা শেষে সব আতঙ্ককে ভুলিয়ে দিল এই আনন্দ ।" কলেজ ছাত্র শাহিন রায়, জানায়, "সব আতঙ্ক ভুলে হই-হুল্লোড় করছি । তবুও সাবধানতা অবলম্বন করছি যে সকল বিষয়গুলি নিয়ে সতর্ক করা হয়েছে । তার মাঝে একটু আনন্দ উপভোগ তো করতেই হয় ।"

পার্কের ম্যানেজার রবীন চট্টরাজ বলেন , "আমরা কোনো নিষেধাজ্ঞা জারি করিনি । মানুষ খোলা জায়গায় আসছেন, আনন্দ উপভোগ করছেন ৷ কোরোনার ভয় নেই ৷ আশা করছি স্কুল-কলেজগুলিতে ছুটি ঘোষণা হওয়ার কারণে আরও ভিড় বাড়বে পার্কে ।"

বহু মানুষ যাতে একত্রিত না হয় সেই জন্য জোর তৎপরতা । সরকারের তরফে স্কুল কলেজগুলিতে ছুটি দেওয়া হয়েছে । তেমনই বিভিন্ন খেলার ইভেন্ট বাতিল অথবা দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে । তাহলে এই পার্কগুলিতে কেন এখন নিষেধাজ্ঞা জারি করা হয়নি? তা নিয়ে উঠছে প্রশ্ন ।

Last Updated : Mar 15, 2020, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details