পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা সতর্কতায় দুর্গাপুরে ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে থার্মাল স্ক্যানিং - দুর্গাপুর

দুর্গাপুরের সিটি সেন্টারের ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে চলছে থার্মাল স্ক্যানিং । গ্রাহকদের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার ।

thermal scanning
thermal scanning

By

Published : Mar 17, 2020, 11:07 PM IST

Updated : Mar 17, 2020, 11:26 PM IST

দুর্গাপুর, 17 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দুর্গাপুর শহরজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে । দুর্গাপুর সিটি সেন্টারের ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে চলছে থার্মাল স্ক্যানিং । গ্রাহকদের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার ।

দুর্গাপুরের বাসিন্দারা কেনাকাটার জন্য সিটি সেন্টারের একাধিক ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে যান । সেই কথা মাথায় রেখে আজ থেকে ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে চালু করা হয়েছে থার্মাল স্ক্যানিং ৷ সেই সঙ্গে স্টোরে ঢোকার মুখেই গ্রাহকদের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার । কোরোনা ভাইরাসের সংক্রমণকে রুখতেই এই পদক্ষেপ ।

ডিপার্টমেন্টাল ষ্টোরগুলিতে থার্মাল স্ক্যানিং

একটি স্টোরের ম্যানেজার অভিজিৎ মণ্ডল বলেন , "আমরা কোরোনা ভাইরাস প্রতিরোধের জন্য লেজ়ার থার্মোমিটার দিয়ে গ্রাহকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছি এবং প্রবেশপথেই সবার হাতে স্যানিটাইজ়ার দেওয়া হচ্ছে । তবে মানুষের মনে একটা ভীতি কাজ করছে । আমরা ডিপার্টমেন্টকে সুরক্ষিত রাখার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছি ।" ওই স্টোরে কেনাকাটা করতে আসা এক গ্রাহক ভাস্কর সামন্ত বলেন, "ডিপার্টমেন্টাল স্টোরগুলির এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। মানুষকে আরও সচেতন হতে হবে এবং সর্বত্রই এই সচেতনতা দরকার ।"

Last Updated : Mar 17, 2020, 11:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details