দুর্গাপুর, 14 ফেব্রুয়ারি : ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রীকে ৷ এনিয়ে যখন বিতর্ক বেধেছে, তখন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক নিয়ে পালটা বিতর্ক দানা বাধল ৷ পশ্চিম বর্ধমান জেলার CPI(M) নেতৃত্বের অভিযোগ, জেলায় তাঁদের তিনজন বিধায়ক রয়েছেন ৷ কিন্তু প্রশাসনিক বৈঠকে তাঁদের কাউকেই ডাকা হয়নি ৷
গতকাল দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ছিল । তাতে রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তারা ছাড়াও জেলার প্রশাসনিক আধিকারিক, বিধায়ক, মেয়র, জেলা সভাধিপতি, কাউন্সিলর ও অন্য জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । ছিলেন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা, বিশিষ্টজন এবং ছাত্রছাত্রীরাও । অভিযোগ, অনুষ্ঠানে তৃণমূল বিধায়করা থাকলেও আমন্ত্রণ পাননি পশ্চিম বর্ধমান জেলার CPI(M)-এর তিন বিধায়ক । জামুড়িয়ার বিধায়ক জাহানারা খান, রানিগঞ্জের বিধায়ক রুনু দত্ত এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষদেব রায় ৷ জেলা CPI(M) নেতৃত্বের বক্তব্য, বিধায়কদের আমন্ত্রণ না জানিয়ে ওই তিন বিধানসভার মানুষকে কার্যত বঞ্চিত করা হয়েছে ৷