পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কংগ্রেসের আন্দোলন অন্ডালে - Congress protest in andal Demanding repeal of agricultural law

নিজে ট্রাক্টর চালিয়ে মিছিলটিতে নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী । উপস্থিত ছিলেন রবীন মিশ্র, প্রশান্ত পাণ্ডা-সহ অন্যান্য কংগ্রেস নেতারা ।

ট্রাক্টর
ট্রাক্টর

By

Published : Dec 7, 2020, 2:03 PM IST

অন্ডাল, 7 ডিসেম্বর : নয়া কৃষি আইন বাতিলের দাবিতে বাইক ট্রাক্টর নিয়ে মিছিল করে প্রতিবাদ দেখাল জাতীয় কংগ্রেস কর্মী-সমর্থকরা । গতকাল সকালে অন্ডাল ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি করা হয় ।

অন্ডাল মোড় থেকে বাইক, ট্রাক্টর নিয়ে মিছিলটি শুরু হয় ৷ শেষ হয় অন্ডাল হিন্দি হাই স্কুল মোড়ে । গতকাল মিছিলে প্রায় দু'শ কংগ্রেস কর্মী-সমর্থক যোগ দেন । নিজে ট্রাক্টর চালিয়ে মিছিলটিতে নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী । উপস্থিত ছিলেন রবীন মিশ্র, প্রশান্ত পাণ্ডা সহ অন্যান্য কংগ্রেস নেতারা ।

মিছিল শেষে দেবেশবাবু বলেন, নয়া কৃষি আইন কৃষক স্বার্থের পরিপন্থী । এই বিল কার্যকর হলে ধ্বংস হবে কৃষক ও কৃষি উভয় । লাভবান হবে কর্পোরেট সংস্থাগুলি । কর্পোরেট সংস্থাগুলির মুনাফার স্বার্থেই কেন্দ্রের বিজেপি সরকার এই বিল এনেছে বলেও দাবি করেন দেবেশবাবু । তিনি বলেন, আতঙ্কে কৃষকরা আজ মাঠ ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে । কৃষি বিল বাতিলের দাবিতে কৃষকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে জাতীয় কংগ্রেস তাঁদের পাশে রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details