পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Congress-BJP: অ্যামাজনের আর্থিক কেলেঙ্কারি ও আদানিদের বন্দরে মাদক উদ্ধারে জনমত গঠন কংগ্রেসের - BJP

অ্যামাজন শপিং সংস্থার আইনি সহায়তার 8546 কোটি টাকা কোথায় গেল ? এনিয়ে তদন্তের দাবিতে এবং জনমত তৈরি করতে রাজ্যের ছোট বড় সব শহরে সাংবাদিক বৈঠক করছে কংগ্রেস ৷

Congress Form Public Opinion on Amazons financial and Adanis Drug Scandal
অ্যামাজনের আর্থিক কেলেঙ্কারী ও আদানিদের মাদক বিতর্কে জনমত গঠন কংগ্রেসের

By

Published : Oct 7, 2021, 4:03 PM IST

দুর্গাপুর, 7 অক্টোবর : মার্কিন অনলাইন শপিং সংস্থা অ্যামাজনের আইনি সহায়তার 8546 কোটি টাকা কোথায় গেল ? এই প্রশ্নের জবাব চেয়ে রাজ্যের বিভিন্ন শহরে কেন্দ্রের বিরুদ্ধে জনমত তৈরির কর্মসূচি নিয়েছে কংগ্রেস ৷ আজ সেই কর্মসূচি অনুযায়ী, দুর্গাপুরে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার ৷

এদিন সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, মার্কিন অনলাইন শপিং সংস্থা অ্যামাজন দাবি করেছে, তারা ভারত সরকারকে আইনি সহায়তা হিসেবে 8 হাজার 546 কোটি টাকা দিয়েছে ৷ কিন্তু, কেন্দ্রের কাছে সেই টাকার কোনও হিসেব নেই ৷ যা নিয়ে এবার প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷ ? শুভঙ্করের অভিযোগ, অ্যামাজন সংস্থা যদি সত্যিই সেই টাকা দিয়ে থাকে,তাহলে তা কোথায় গেল ? কার কাছে সেই টাকা গিয়েছে ? এ নিয়ে তদন্তের দাবি তুলেছে কংগ্রেস ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বর্তমান বিচারপতির অধীনে তদন্তের দাবি প্রিয়াঙ্কার

অন্যদিকে, সম্প্রতি গুজরাতে আদানি গোষ্ঠী পরিচালিত মুন্দ্রা বন্দর থেকে 3000 কেজি হেরোইন উদ্ধার হয় ৷ যা নিয়ে তদন্তের দাবিতে সরব হয়েছে কংগ্রেস ৷ কিন্তু, সেই ঘটনা কার্যত ধামাচাপা পড়ে গিয়েছে ৷ কংগ্রেস শিবিরের অভিযোগ, সম্প্রতি অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ানের মাদক সেবনে গ্রেফতারি, আসলে আদানিদের বন্দর থেকে মাদক উদ্ধারের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই ৷ এ দিন কংগ্রেসের সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করা হয় ৷ মোদি সরকার দেশের যুবসমাজকে চাকরি দিতে পারছে না ৷ তাই তাদের বিরুদ্ধে যাতে কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই উদ্দেশ্যে যুবসমাজকে মাদকের নেশায় ডুবিয়ে রাখতে চাইছে বিজেপি বলে অভিযোগ কংগ্রেসের ৷

আরও পড়ুন : By-Poll : খড়দায় মনোনয়ন জমা শোভনদেবের

ABOUT THE AUTHOR

...view details