দুর্গাপুর, 10 মে : বাংলা আবাস যোজনায় রাজ্য় সরকারে দেওয়া টাকা না পাওয়ার অভিযোগ ৷ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে 10 হাজার টাকা কম দেওয়ার অভিযোগ উঠেছে দুর্গাপুরের কাঁকসার কুলডিয়ায় ৷ অভিযোগ ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শেষ দফায় তাঁর টিম ছাপ নিলেও 10 হাজার টাকা দেয়নি ৷
প্রসঙ্গত, বাড়ি তৈরি করতে রাজ্য সরকার দু’দফায় 1 লক্ষ 20 হাজার টাকা করে দেয় । সেই মতো 2019 সালে প্রথম দফায় 60 হাজার টাকা পেয়েছিলেন কাঁকসার মলানদিঘির বাসিন্দা বিজয় লোহার । রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর টাকা এসেছিল । দ্বিতীয় দফার 60 হাজার টাকার মধ্যে 50 হাজার টাকা তাঁকে বেশ কয়েক ধাপে দেওয়া হয়েছে ৷ বাকি 10 হাজার টাকা টিপ ছাপ নিয়েও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিজয় লোহার । একাধিকবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ উঠেছে ।