দুর্গাপুর, 6 সেপ্টেম্বর : এক কিশোরীর স্নানের ভিডিয়ো তুলে ব্ল্যাকমেলের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে । অভিযোগ, কাউকে কিছু বললে কিশোরীর পরিবারকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় । ভয়ে সে পালিয়ে যায় । সেখানে ঘটে বিপত্তি । ট্রেন থেকে পড়ে মাথা ফাটে কিশোরীর । আসানসোল স্টেশনে তাকে উদ্ধার করে RPF । জিজ্ঞাসাবাদের সময় সে গোটা ঘটনা খুলে বলে । পরে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় । ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । যদিও তিনি পলাতক ।
কিশোরীর বাড়ি দুর্গাপুরে । তার অভিযোগ, "কিছুদিন আগে স্যার স্নানের ভিডিয়ো তুলে রাখে । পরে তা দেখিয়ে রাস্তাঘাটে ব্ল্যাকমেল করত । বলত, কাউকে কিছু বললে মাকে মেরে দেবে । আমি ভয় পেয়ে যাই । চাইনি মায়ের ক্ষতি হোক । মায়ের জন্য একটা চিঠি লিখে সোমবার (2 সেপ্টেম্বর) বাড়ি ছেড়ে পালাই । দুর্গাপুর স্টেশন থেকে আসানসোল যাওয়ার জন্য ট্রেন ধরি । ট্রেনে বসে খাচ্ছিলাম । হঠাৎ কোনওভাবে পড়ে যাই । তারপর আর কিছু মনে নেই । চোখ খুলে দেখলাম প্ল্যাটফর্মে শুয়ে আছি । মাথা ফেটে রক্ত বেরোচ্ছে । সামনে দাঁড়িয়ে RPF-এর লোকজন । তাঁরাই তুলে নিয়ে যায় হাসপাতালে ।"