দুর্গাপুর, 19 মে : অন্ডালের জামবাদ খোলামুখ কয়লাখনি থেকে কয়লা তোলাকে ঘিরে গ্রামবাসী এবং তৃণমূলের পঞ্চায়েত প্রধানের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ ৷ পঞ্চায়েত প্রধান ও তাঁর দলবলের বিরুদ্ধে গ্রামবাসীদের মারধরের অভিযোগ উঠেছে ৷ এমনকি গ্রামের মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷
প্রসঙ্গত গত 14 মে অন্ডালের জামবাদ খোলামুখ কয়লাখনিতে বিস্ফোরণের জেরে পাশের পড়াশকোল গ্রামের 50টি বাড়িতে ফাটল দেখা দেয় ৷ এমনকি গ্রামের রাস্তায় ধস নামে বলে অভিযোগ ৷ যার জেরে গ্রামবাসীরা কয়লাখনিতে কাজ বন্ধ করিয়ে দেয় ৷ তাঁদের দাবি আগে ক্ষতিপূরণ দিতে হবে খনি কর্তৃপক্ষকে ৷ তবে, আজ গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরবাহাদুর সিং ও তাঁর দলবল জোর করে কাজ শুরু করায় ৷ তখন গ্রামবাসীরা বাধা দিলে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷