পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durgapur Temporary Bridge: অজয় নদীর জলের তোড়ে ভাঙল অস্থায়ী সেতু, বিপাকে স্থানীয়রা - অজয় নদী

অজয়ের জলের তোড়ে ভেঙে গেল কাঁকসার শিবপুরের অস্থায়ী সেতু (Temporary Bridge) ৷ যার ফলে বিপাকে পড়েছেন ছাত্র-ছাত্রী থেকে ব্যবসায়ী সকলেই (Commoners facing problems) ৷

Breakage of Temporary Bridge over Ajay river
Temporary Bridge

By

Published : Sep 3, 2022, 11:54 AM IST

দুর্গাপুর, 3 সেপ্টেম্বর: অজয় নদীর জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু (Temporary Bridge) । বিচ্ছিন্ন হয়ে পড়ল পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের যোগাযোগ ব্যবস্থা । সবজি ব্যবসায়ীরা ওপারে যেতে না পেরে কাঁকসার শিবপুরেই বসাল হাট । দুর্ভোগের মুখে পড়েছেন এখন নিত্যদিনের যাতায়াতকারী মানুষজন থেকে স্কুল ও কলেজ পড়ুয়ারা (Commoners facing problems) ।

ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের জেরে গত কয়েকদিন ধরেই অজয়ের জলস্তর বাড়তে শুরু করেছিল । শুক্রবার রাত্রিতে জলের স্তর আরও বাড়তে থাকে ৷ এরপর শনিবার ভোররাতে ভেসে যায় কাঁকসার শিবপুরের অস্থায়ী মাটির সেতুটি (Breakage of Temporary Bridge over Ajay river) । যার ফলে সকাল থেকেই শুরু হয়েছে চরম দুর্ভোগ ।

অজয় নদীর জলের তোড়ে ভাঙল অস্থায়ী সেতু

আরও পড়ুন:দুর্গাপুরের বেনাচিতিতে খুন কাবুলিওয়ালা

জল পরিবহণের শুরু না হওয়ায় দুর্ভোগের মুখে পড়েছেন এখন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা । শনিবার বীরভূমের জয়দেবে সাপ্তাহিক সবজির হাট বসে, সেখানেও যেতে পারেনি কাঁকসার ব্যবসায়ীরা । তাঁরা শেষে কাঁকসার শিবপুরের কৃষ্ণপুরে সবজি নিয়ে হাট বসান । কবে শুরু হবে নৌকা পরিষেবা সেদিকেই তাকিয়ে এখন দুই জেলার মানুষ ।

ABOUT THE AUTHOR

...view details