পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভাষা দিবসের অনুষ্ঠানে মেয়র ও চেয়ারম্যানের দ্বন্দ্ব প্রকাশ্যে - 21 st February

কিছুদিন ধরেই দুর্গাপুর নগরনিগমের মেয়রের সঙ্গে চেয়ারম্যানের ঠান্ডা লড়াই চলছে বলে অভিযোগ উঠেছিল ৷ আজ সুকান্ত মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে মেয়র দিলীপ অগস্থিকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু সুকান্ত মঞ্চের পরিবর্তে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত আগাছাপূর্ণ, আবর্জনাময় একটি খোলা মাঠে করা হয় ৷ সেখানেই মেয়রকে সম্বর্ধনা দেওয়া হয় ৷ আর এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মেয়র ৷ চেয়ারম্যানকে আক্রমণ করে বলেন, " মৃগেন্দ্রনাথ পালের নেতৃত্বে এই কাজ হয়েছে । "

cold war of Mayor Vs Chairman at Durgapur
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান

By

Published : Feb 21, 2020, 5:24 PM IST

দুর্গাপুর, 21 ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনকে কেন্দ্র করে দুর্গাপুর নগরনিগমের মেয়র বনাম চেয়ারম্যানের ঠান্ডা লড়াইয়ের সাক্ষী থাকল শিল্প শহরবাসী । 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দুর্গাপুর নগরনিগমের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল । সেই ওয়ার্ডের ট্রাঙ্ক রোডে দুর্গাপুর ইস্পাত আবাসনের 16 নম্বর স্ট্রিটে সাহিত্যিক রাজীব ঘাঁটির শিল্প ও সাহিত্য পত্রিকার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার কথা ৷ দুর্গাপুর নগরনিগমের উদ্যোগে তৈরি সুকান্ত মঞ্চে অনুষ্ঠান হওয়ার কথা ৷ এই মঞ্চেই দুর্গাপুর নগরনিগমের মেয়র দিলীপ অগস্থিকে সম্বর্ধনা দেওয়ার কথা উদ্যোক্তাদের । কিন্তু বেশ কিছুদিন ধরেই মেয়রের সঙ্গে চেয়ারম্যানের একটা ঠান্ডা লড়াই চলছে বলে অভিযোগ উঠেছিল ।

সূত্রের খবর, চেয়ারম্যান প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নগরনিগমের গাড়ি ব্যবহার করছিলেন ৷ তাই তাঁকে সর্বক্ষণের জন্য গাড়ি দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল মেয়রের নির্দেশে । তখন থেকেই মেয়র এবং চেয়ারম্যানের সম্পর্কে চিড় ধরে । এদিকে 8 নম্বর ওয়ার্ডেই মেয়রকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সংবর্ধনা দেওয়ার কথা ৷ সুকান্ত মঞ্চের দেখভালের দায়িত্বে থাকা সমীর বিশ্বাস উদ্যোক্তাদের জানান, সুকান্ত মঞ্চে অনুষ্ঠান করা যাবে না । কিন্তু উদ্যোক্তাদের বক্তব্য, সুকান্ত মঞ্চে অনুষ্ঠান করার কথা লিখিতভাবে জানিয়েছিলেন মেয়রকে এবং অন্য অতিথিদেরকে । যদিও উদ্যোক্তা রাজিব ঘাঁটির দাবি কী কারণে সুকান্ত মঞ্চে অনুষ্ঠান করা যাবে না তা কিন্তু বলেননি সমীরবাবু । তাই উদ্যোক্তারা তড়িঘড়ি সুকান্ত মঞ্চ থেকে 100 মিটার দূরে আগাছাপূর্ণ, আবর্জনাময় একটি খোলা মাঠে অনুষ্ঠান করেন ৷ এই মাঠেই মেয়রকে সম্বর্ধনা দেওয়া হয় ৷

মেয়র জানতে চেয়েছিলেন অনুষ্ঠান করার কথা ছিল সুকান্ত মঞ্চে তাহলে এখানে কেন? উদ্যোক্তারা মেয়রকে সবিস্তারে পুরো ঘটনা জানান ৷ মেয়র সমীরবাবুকে ডেকে জিজ্ঞাসা করেন ৷ উদ্যোক্তা রাজিব ঘাঁটি অবশ্য বলেন, " আমরা জানি না কী কারণে অনুষ্ঠান করতে দেওয়া হলো না সুকান্ত মঞ্চে । তবে আমি ব্যথিত শহরের মহানগরীকে আজ আমরা সম্বর্ধিত করতে চেয়েছিলাম সুকান্ত মঞ্চে । দুর্গাপুর নগরনিগমের তৈরি করা মঞ্চ ব্যবহার করতে দেওয়া হল না ।"এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি ৷ তিনি চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পালকে আক্রমণ করে বলেন, " মৃগেন্দ্রনাথ পালের নেতৃত্বে এই কাজ হয়েছে । কিন্তু আমাকে অপমান করতে গিয়ে কোথাও দুর্গাপুর নগরনিগমকে অপমানিত করে বসলেন না চেয়ারম্যান? আমি অবজ়ারভার কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারিকে বিষয়টি জানিয়েছি ।"

যদিও এ বিষয়ে চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল ফোনে আমাদের জানান, "আমি কলকাতায় আছি । আমার সম্পর্কে উনি মিথ্যা কথা বলছেন । আমাকে ওঁর প্রতিদ্বন্দ্বী মনে করেছেন । কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী আপাদমস্তক অপমানিত করে গেছেন মেয়রকে । সেই জ্বালায় ভুগছেন উনি । আমার সম্পর্কে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।" উদ্যোক্তাদের মঞ্চ ব্যবহার করতে নিষেধ করেছিলেন সমীর বিশ্বাস । তিনি জানান, "আমি বাচ্চাদেরকে নিয়েই মাঠে খেলাধুলা করাই । তৃণমূল কংগ্রেসের এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত মদন বাউরি বলে গেছিলেন চেয়ারম্যানকে যেহেতু উদ্যোক্তারা নেমন্তন্ন করেনি তাই এই জায়গা ব্যবহার করতে দেওয়া যাবে না । আমি তাদের সেই কথাই উদ্যোক্তাদেরকে জানিয়ে দিয়েছিলাম । মেয়রের অপমান হোক এটা আমি চাইনি । "

ABOUT THE AUTHOR

...view details