পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Covid-19-এর সংক্রমণ রুখতে অভিনব যন্ত্র তৈরি করল CMERI - দুর্গাপুর

Covid-19 কোরোনা ভাইরাসের ছড়িয়ে পড়াকে রুখতে Disinfection walkway তৈরি করল দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিকাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট ৷

Durgapur
Durgapur

By

Published : Apr 9, 2020, 8:13 PM IST

Updated : Apr 9, 2020, 10:39 PM IST

দুর্গাপুর, 9 এপ্রিল : COVID-19-এর ছড়িয়ে পড়া রুখতে CMERI তৈরি করল Disinfection walkway যন্ত্র । এই যন্ত্রের মাধ্যমে যে কোন ব্যক্তির শরীরের বাহ্যিক অংশকে মাত্র 25 সেকেন্ডে জীবাণুমুক্ত করে তোলা যাবে৷ এমনটাই দাবি দুর্গাপুরের CMERI (সেন্ট্রাল মেকানিকাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের) এর বিজ্ঞানীদের ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে তৎপর বিশ্ব । দেশের বিভিন্ন গবেষণাগারে ভাইরাসের ছড়িয়ে পড়াকে থেকে কীভাবে আটকানো যায় তাঁর উপায় বের করতে চলছে গবেষণা । এই পরিস্থিতিতে সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর দেওয়া গাইডলাইন মেনে জীবাণুমুক্ত করার উপায় বার করল দুর্গাপুরের কেন্দ্রীয় CMERI-এর বিজ্ঞানীরা । তৈরি করল জীবাণুমুক্তকরণের সহায়ক যন্ত্র(Disinfection walkway)। এই যন্ত্রের মাধ্যমে মাত্র 25 সেকেন্ডের মধ্যে যেকোনও ব্যক্তির শরীরের বাহ্যিক অংশ জীবাণুমুক্ত করা সম্ভব বলে জানিয়েছেন CMERI-এর ডিরেক্টর হরিশ হিরানি ৷ এই প্রতিষ্ঠানের মুখ্য বিজ্ঞানী মলয় কর্মকারের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে এই ডিস ইনফেকশন ওয়াকওয়ে ।

কোনও ব্যক্তি এই যন্ত্রের ভেতরে নির্ধারিত জায়গায় দাঁড়ালেই দুটি নল দিয়ে বেরিয়ে আসবে 1 শতাংশ সোডিয়াম হাইপোক্লোরাইড, ইথানল ও পারফিউম-দিয়ে তৈরি করা হয়েছে এই মিশ্রণ । 20 সেকেন্ড সময় লাগে এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে ৷ তারপরই জীবাণুমুক্ত করে তুলবে শরীরের বাহ্যিক অংশ । যদি এই রাসায়নিক তরল মিশ্রিত বাষ্প থেকে আপনার শরীরে কোনও পার্শপ্রতিক্রিয়া হয় তাহলে সে ক্ষেত্রে পরিমাণগত পদ্ধতির বদল ঘটানো যাবে বলে জানান CMERI-এর ডিরেক্টর হিরানি ৷

ভাইরাসের ছড়িয়ে পড়াকে রুখতে Disinfection walkway

এই যন্ত্র তৈরি করতে খরচ প্রায় দেড় লাখ টাকা । দুর্গাপুরের CMERI ডিরেক্টর হরিশ হিরানি জানান," যেভাবে covid-19 আজ সারা বিশ্বে প্রভাব বিস্তার করেছে তাতে এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সবার কাছে । আমাদের বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন । তাঁদের উদ্যোগেই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি করা হয়েছে ডিস ইনফেকশন ওয়াকওয়ে । খুব তাড়াতাড়ি এটি বাজারে চলে আসবে ৷ কর্মক্ষেত্রে বহু মানুষ একসঙ্গে কাজ করেন, সেখানে যাতে কোনও ভাবে ভাইরাস ছড়িয়ে না পরে তা নিশ্চিত করবে এই যন্ত্র ।"

Last Updated : Apr 9, 2020, 10:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details