দুর্গাপুর, 23 জুন : ব্যবহার না হয়ে পড়ে থাকা সরকারি জমিতে মাটির সৃষ্টি প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অন্ডাল ব্লকের কাজোড়া পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার এই প্রকল্প পরিদর্শনে আসেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি । এই প্রকল্পে খালি জমিতে এই সৃষ্টির সঙ্গে গ্রামীণ অর্থনীতির বদল ঘটবে বলে দাবি জেলাশাসকের।
অন্ডালের কাজোড়াতে রাজ্যসরকারের নয়া প্রকল্প মাটির সৃষ্টি পরিদর্শনে মঙ্গলবার আসেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুর্ণেন্দু মাঝি । তাঁর সঙ্গে ছিলেন, দুর্গাপুরের মহকুমাশাসক অর্নিবাণ কোলে, অন্ডালের BDO হৃত্বিক হাজরা, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু, স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রাণকৃষ্ট নুনিয়া সহ সরকারি আধিকারিকরা ।
স্বপ্ন দেখাচ্ছে "মাটির সৃষ্টি" - মাটির সৃষ্টি প্রকল্প
ভরসা জোগাচ্ছে " মাটির সৃষ্টি " ৷ অব্যবহৃত সরকারি জমিতে গড়ে উঠছে এই স্বপ্নের প্রকল্প ৷ অন্ডাল ব্লকের কাজোড়া পঞ্চায়েত এলাকায় প্রকল্পটি গড়ে উঠবে । এখানে চাষ হবে দেশি-বিদেশি বিভিন্ন ফল ও সবজির ৷ এর ফলে বহু মানুষ কাজ পাবে ৷
উল্লেখ্য, চলতি মাসে অন্ডাল থানার কাজোড়ার বড়ডাঙা এলাকায় প্রায় 20 একর সরকারি খাস জমিতে মাটির সৃষ্টি প্রকল্পের সূচনা হয় । BDO ঋত্বিক হাজরা জানান, 100 দিনের কাজ-সহ বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ে এই প্রকল্পটি গড়ে উঠবে । থাকবে কেরলের বিভিন্ন প্রজাতির কলাগাছের বাগান , আরবের খেজুর গাছ, পেয়ারা, কুল ,নারকেল গাছ সহ জাঙ্কফুডের বিভিন্ন ফলের গাছ । এছাড়া প্রকল্পে থাকবে মাছ চাষ,হাঁস-মুরগি প্রতিপালন। বিভিন্ন ফসল চাষ হবে এই জমিতেই। প্রকল্পটির জন্য 44 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে প্রথম ধাপে । জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প শুধু রাজ্যের নয়, গোটা দেশের মধ্যে দৃষ্টান্তমূলক প্রকল্প হবে । প্রকল্পের মাধ্যমে স্থানীয় মানুষ কাজ পাবে ৷ এরফলে গ্রামীণ এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে । আগামী দিনে এই প্রকল্পটির ঘিরে এলাকায় পর্যটনশিল্পের বিকাশ ঘটবে।"