দুর্গাপুর, 13 জুন: রাজ্যে ভোট পরবর্তী হিংসার (Bengal Post Poll Violence) অভিযোগের তদন্তে নেমে এ বার এক গৃহবধূকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই (CBI) ৷ বীরভূমের (BirBhum) দুবরাজপুর পৌরসভার (Dubrajpur Municipality) 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই গৃহবধূর নাম রুবিনা বিবি (Rubina Bibi) ৷ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পৌরভোটের টিকিট চাওয়াই তাঁর কাল হল ! রুবিনার দাবি, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ওরফে 'কেষ্টদা'র কাছে টিকিট চেয়ে ফোন করেছিলেন রুবিনা ৷ আর সেই সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এ দিন ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷
সোমবার দুর্গাপুরে সিবিআই-এর আধিকারিকদের কাছে হাজিরা দিতে আসেন রুবিনা ৷ সঙ্গে ছিলেন তাঁর দাদা ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, 2021 সালে প্রথমবার অনুব্রত মণ্ডলকে ফোন করেন তিনি ৷ সেই সময় 'কেষ্টদা'র সঙ্গে তাঁর কথাও হয়েছিল ৷ তৃণমূল জেলা সভাপতিকে রুবিনা জানিয়েছিলেন, পরবর্তী পৌর নির্বাচনে তিনি দুবরাজপুর থেকে শাসক দলের প্রার্থী হতে চান ৷ জবাবে অনুব্রত তাঁকে বলেন, মন দিয়ে ওয়ার্ডের কাজ করতে হবে ৷ মানুষ যদি তাঁকে প্রার্থী হিসাবে পেতে চায়, তাহলে অবশ্যই ভোটের টিকিট পাবেন রুবিনা ৷ তাঁর দাবি, এরপর তিনি নিজের ওয়ার্ডে মানুষের কাজে মন দেন ৷ কিন্তু, তারপরও নির্বাচনের টিকিট তিনি পাননি ৷ অনুব্রত অন্য এক মহিলাকে প্রার্থী করেন ৷ তাঁর বিরুদ্ধে নির্দল হিসাবে ভোটে লড়লেও হেরে যান রুবিনা ৷