দুর্গাপুর, 16 জুন: ক্ষুদ্র কৃষক থেকে টোটোচালক, তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) ফোন করে বিপাকে পড়েছেন সকলেই ৷ বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) পর রাজ্যজুড়ে হিংসার (Post Poll Violence) বাতাবরণ তৈরি হয় বলে অভিযোগ বিরোধীদের ৷ সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল ৷ তদন্তে নেমে তাঁর কললিস্টে থাকা অসংখ্য ব্যক্তিকে চিহ্নিত করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তাঁদের মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন ৷ এঁদের সকলকেই সিবিআই-এর স্থানীয় কার্যালয়গুলিতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ বৃহস্পতিবারও এমনই বেশ কয়েকজনকে তলব করা হয় ৷ তাঁদের মধ্যে দরিদ্র টোটোচালক থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, ছিলেন অনেকেই ৷ তাঁদের সকলেরই বক্তব্য়, নিতান্ত দরকারে পড়েই এক-দু'বার অনুব্রতকে ফোন করেছিলেন ৷ আর তার জেরেই আজ এই হয়রানি পোহাতে হচ্ছে !
পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের (Durgapur) এনআইটি-তে অস্থায়ী শিবির তৈরি করেছে CBI (Central Bureau of Investigation) ৷ এ দিন সেখানে হাজিরা দিতে আসেন অজয় দাস নামে এক টোটোচালক ৷ তাঁর দাবি, তিনি গরিব মানুষ ৷ আগে কলকাতায় হকারি করতেন ৷ গত কয়েক বছর গ্রামের বাড়িতে ফিরে এসেছেন বীরভূমের এই বাসিন্দা ৷ এখন টোটো চালিয়ে সংসার টানেন ৷ তাঁর এলাকায় একটি রাস্তার হাল দীর্ঘদিন ধরেই খারাপ ৷ সেই রাস্তা দিয়ে টোটো চালালে গাড়ির কলকবজা বিগড়ে যায় ৷ তাই অনুব্রতকে ফোন করে রাস্তা সারাইয়ের আবেদন জানিয়েছিলেন অজয় ৷ তাই তাঁর মোবাইল নম্বর অনুব্রতর কললিস্টে থেকে যায় ৷
আরও পড়ুন:Bengal Post Poll Violence: কেষ্টদা'কে ফোন করাই কাল হল ! সিবিআই-এর ডাক পেয়ে আক্ষেপ গৃহবধূর