পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dr Abhijit Chowdhury : অনুব্রতর কল লিস্টে নাম, চিকিৎসক অভিজিৎ চৌধুরীকে জেরা করল সিবিআই - Dr Abhijit Chowdhury

অনুব্রত মণ্ডলের চিকিৎসা করেছিলেন, সেই সুবাদে তাঁদের মধ্যে ফোনে কথাও হয় ৷ সেই সূত্র ধরেই চিকিৎসক অভিজিৎ চৌধুরীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI interrogate Dr Abhijit Chowdhury) ৷

Dr Abhijit Chowdhury News
চিকিৎসক অভিজিত চৌধুরীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

By

Published : Jun 8, 2022, 3:47 PM IST

Updated : Jun 8, 2022, 8:48 PM IST

দুর্গাপুর, 8 জুন : আমি পুলকিত, উচ্ছ্বসিত এই পুণ্যভূমিতে এসে ৷ যেখানে মহামানবদের অবাধ বিচরণ ক্ষেত্র । দুর্গাপুরে সিবিআই দফতরে হাজিরা দিতে এসে এমনই প্রতিক্রিয়া স্বাস্থ্য দফতরের বিশেষ কমিটির সদস্য চিকিৎসক অভিজিৎ চৌধুরীর । বুধবার সকাল 11টা নাগাদ দুর্গাপুর এন.আই.টি র অস্থায়ী সিবিআই দফতরে আসেন তিনি (CBI interrogate Dr Abhijit Chowdhury) ৷ অনুব্রত মণ্ডলের চিকিৎসা করেছিলেন, সেই সুবাদে তাঁদের মধ্যে ফোনে কথাও হয় ৷ সেই সূত্র ধরেই তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

দুপুর 1টা নাগাদ সিবিআই জেরা শেষে বেরিয়ে আসেন বিশিষ্ট এই চিকিৎসক ৷ তিনি জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সবরকম সহযোগিতা করবেন ৷ রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগের তদন্তে অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোন লিস্টে নাম দেখেই তলব করা হচ্ছে একের পর এক বিধায়ককে ৷ তালিকায় রয়েছে তৃণমূল নেতৃত্ব-সহ একাধিক ব্যবসায়ীও । এবার সেই তালিকাতেই যুক্ত হল অনুব্রতর চিকিৎসা করা অভিজিৎ চৌধুরীর নামও ৷

চিকিৎসক অভিজিৎ চৌধুরীকে জেরা করল সিবিআই

আরও পড়ুন : সিবিআই দফতরে অনুব্রত-ঘনিষ্ঠ বিধায়ক বিকাশ রায়চৌধুরী

প্রসঙ্গত, এর আগে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহকেও তলব করেছিল সিবিআই । রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার সময় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে যাঁদের ফোনে যোগাযোগ হয়েছে, তাঁদেরকেই একে একে তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই তালিকায় শুধু কেষ্ট-ঘনিষ্ঠ নেতা-কর্মীরা নন, রয়েছেন অ-রাজনৈতিক ব্যক্তিত্বরাও ৷

Last Updated : Jun 8, 2022, 8:48 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details