দুর্গাপুর, 8 জুন : আমি পুলকিত, উচ্ছ্বসিত এই পুণ্যভূমিতে এসে ৷ যেখানে মহামানবদের অবাধ বিচরণ ক্ষেত্র । দুর্গাপুরে সিবিআই দফতরে হাজিরা দিতে এসে এমনই প্রতিক্রিয়া স্বাস্থ্য দফতরের বিশেষ কমিটির সদস্য চিকিৎসক অভিজিৎ চৌধুরীর । বুধবার সকাল 11টা নাগাদ দুর্গাপুর এন.আই.টি র অস্থায়ী সিবিআই দফতরে আসেন তিনি (CBI interrogate Dr Abhijit Chowdhury) ৷ অনুব্রত মণ্ডলের চিকিৎসা করেছিলেন, সেই সুবাদে তাঁদের মধ্যে ফোনে কথাও হয় ৷ সেই সূত্র ধরেই তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
দুপুর 1টা নাগাদ সিবিআই জেরা শেষে বেরিয়ে আসেন বিশিষ্ট এই চিকিৎসক ৷ তিনি জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সবরকম সহযোগিতা করবেন ৷ রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগের তদন্তে অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোন লিস্টে নাম দেখেই তলব করা হচ্ছে একের পর এক বিধায়ককে ৷ তালিকায় রয়েছে তৃণমূল নেতৃত্ব-সহ একাধিক ব্যবসায়ীও । এবার সেই তালিকাতেই যুক্ত হল অনুব্রতর চিকিৎসা করা অভিজিৎ চৌধুরীর নামও ৷