পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dear Lottery Scam Allegations : ডিয়ার লটারির টিকিট বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন বিক্রেতা-ক্রেতারা - Returned to Government

নাগাল্যান্ড সরকারের ডিয়ার লটারি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন বিক্রেতা ও ক্রেতারা (Buyers-Sellers Allege Big Scam in Dear Lottery) ৷ এই নিয়ে সরকারকেই কাঠগড়ায় তুলছেন সকলে ৷ অবস্থা বুঝে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে সিপিএম ও বিজেপি (CPIM-BJP Slams Bengal Government in Dear Lottery Scam Allegations) ৷

buyers-sellers allege big scam in dear lottery
Dear Lottery Scam Allegations : ডিয়ার লটারির টিকিট বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন বিক্রেতা-ক্রেতারা

By

Published : May 24, 2022, 3:48 PM IST

দুর্গাপুর, 24 মে : রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর বাংলার কোটি কোটি মানুষ ৷ সেই কারণেই দিনে তিনবার নাগাল্যান্ড সরকারের ডিয়ার লটারির (Nagaland Government Dear Lottery) টিকিট কাটছেন অনেকে ৷ কারও ভাগ্য খুলছে ৷ কেউ আবার লটারির দোকানে হাজির হচ্ছেন নতুন করে কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে ৷

লটারির টিকিট বিক্রি হচ্ছে

কিন্তু সবক্ষেত্রে তা হচ্ছে কি ? গত কয়েকমাসে বারবার এই প্রশ্ন উঠেছে লটারির টিকিটের বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে ৷ কেন এই প্রশ্ন উঠছে ? লটারির টিকিট বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল অধিকাংশ দিনই প্রথম পুরস্কার বা 9 হাজার টাকার পুরস্কার উঠছে অবিক্রিত টিকিটের উপর ৷ আর তা চলে যাচ্ছে সরকারের কাছে ৷ লটারির রেজাল্টের উপর লেখা থাকছে - রিটার্নড টু গর্ভনমেন্ট (Returned to Government) ৷

আরও পড়ুন :Lottery Win : শ্বশুরবাড়িতে গিয়ে খুলল কপাল, লটারিতে এক কোটি টাকা মিলল নিরাপত্তারক্ষীর

সেই কারণেই লটারির বিক্রেতা থেকে ক্রেতা, সকলেই দুর্নীতির অভিযোগ তুলছেন ৷ আর রাজনৈতিক নেতারা এই নিয়ে কাঠগড়ায় তুলছেন পশ্চিমবঙ্গ সরকারকে ৷ বিজেপি এই নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছে ৷ আর সিপিএমের দাবি, এর দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই (Mamata Banerjee Government) ৷

অবিক্রিত টিকিটে প্রথম পুরস্কার

ঠিক কী ঘটছে ? লটারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, নাগাল্যন্ড সরকারের এই ডিয়ার লটারি খেলা হয় দিনে তিনবার ৷ দুপুর 1টা, সন্ধ্যা 6টা ও রাত 8টা ৷ প্রতিটিতেই প্রথম পুরস্কার থাকে 1 কোটি টাকা ৷ এছাড়াও একাধিক পুরস্কার থাকে ৷ টিকিট শুরু হয় শূন্য সংখ্যা দিয়ে ৷ আর শূন্য সংখ্যা দিয়ে যে টিকিটগুলি শুরু হচ্ছে, তা নিয়ে দানা বেঁধেছে যত বিতর্ক ৷

লটারির টিকিট

দুর্গাপুরের এক টিকিট বিক্রেতা দীনেশ কমল লাহার দাবি, গত তিন চার মাস ধরে জিরো ব্যাকের টিকিট (শূন্য সংখ্যা দিয়ে শুরু টিকিট) পাওয়া যাচ্ছে না ৷ অথচ সেই টিকিটেই প্রথম পুরস্কার উঠছে প্রায়ই ৷ ফলে প্রতিটি টিকিট রিটার্নড টু গভর্নমেন্ট হয়ে যাচ্ছে ৷ একই বক্তব্য ওই এলাকার আরও এক লটারির টিকিট বিক্রেতা অনির্বাণ দে-র ৷ তিনি জানিয়েছেন, গ্রাহকরা এই বিষয়ে কিছু জানেনই না ৷

আরও পড়ুন :30 টাকার লটারির টিকিট কিনে কোটিপতি ভাতারের মাছ ব্যবসায়ী

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, যে টিকিট বিক্রি হচ্ছে না ৷ সেই টিকিটে খেলা হচ্ছে কী করে ? কিন্তু এর কোনও সদুত্তর মেলেনি বলে লটারির টিকিট বিক্রেতাদের দাবি ৷ কিন্তু তাঁদেরকেই গ্রাহকদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ৷ দুর্গাপুরের লটারির এক টিকিট বিক্রেতা দীপেন সরকার বলেন, ‘‘গ্রাহকরা এসে আমাদের কাছে এই প্রশ্ন করছেন, টিকিট বিক্রি না হলে কীভাবে প্রথম পুরস্কার উঠছে কী করে ? কিন্তু আমরা কোনও সদুত্তর দিতে পারছি না ৷’’

লটারির টিকিট বিক্রেতা

গ্রাহকরা তাই মনে করছেন যে তাঁরা লটারির টিকিট কিনে প্রতারিত হচ্ছেন ৷ দুর্গাপুরের বাসিন্দা সিদ্ধার্থ সরকার নিয়মিত টিকিট কেনেন ৷ তিনি একটি লটারির দোকানের সামনে দাঁড়িয়ে বললেন, ‘‘টিকিট কাটছি ৷ কিন্তু পুরস্কার কিছুই হচ্ছে না ৷ গ্রাহক হিসেবে আমরা প্রতারিত হচ্ছি ৷’’

তাই প্রশ্ন উঠছে, প্রতারণা কে করছে ? গোবিন্দ ধাঙর নামে লটারির এক টিকিট বিক্রেতা গোটা বিষয়টিতে সরকারের ঘাড়ে দায় চাপিয়েছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘সারাদিন খাটছি ৷ কিন্তু কোনও লাভ হচ্ছে না ৷ সব টাকা সরকার নিয়ে নিচ্ছে ৷’’

আরও পড়ুন :চিকিৎসা করাতে এসে কোটিপতি কাঁথির যুবক !

কিন্তু দায় কোন সরকারের ? নাগাল্য়ান্ড সরকারের ! নাকি পশ্চিমবঙ্গ সরকারের ? অবিক্রিত টিকিটে পুরস্কার উঠলে, সেখানে যে রিটার্নড টু গর্ভনমেন্ট বা সরকারকে ফেরত দেওয়ার কথা লেখা হচ্ছে, সেক্ষেত্রে টিকিটের টাকা কোন সরকারের কোষাগারে যাচ্ছে ? প্রশাসনিক স্তর বা লটারি টিকিট বিক্রি সংক্রান্ত কর্তৃপক্ষের কাছ থেকে এর কোনও উত্তরই মেলেনি ৷

ডিয়ার লটারির টিকিট বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন বিক্রেতা-ক্রেতারা

যদিও বিষয়টি নিয়ে রাজনৈতিক জলঘোলা হতে শুরু করেছে ৷ কারণ, যে দুর্নীতির অভিযোগ, ক্রেতা বিক্রেতারা তুলছেন, তা সত্যি হলে কয়েক কোটি টাকার দুর্নীতি হচ্ছে প্রতিমাসে ৷ যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ এই পরিস্থিতিতে বিজেপির বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই গোটা বিষয়টির দায় চাপিয়েছে বাংলার সরকারের ঘাড়ে ৷ তাঁর অভিযোগ, এই সরকার দুর্নীতির আপাদমস্তকে ঢাকা ৷ এই টিকিট কেটে মধ্যবিত্ত-গরিব মানুষ প্রতারিত হচ্ছেন ৷ এটা বিরাট দুর্নীতি ৷ তাঁর আশ্বাস, ‘‘এই বিষয়টি বিধানসভায় তুলব ৷ সিবিআই তদন্ত দাবি করব ৷’’

আরও পড়ুন :Malda Farmer wins Lottery : রাতারাতি কোটিপতি, লটারির টিকিট নিয়ে পুলিশের দ্বারস্থ ভাগচাষি

অন্যদিকে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের বক্তব্য, নাগাল্যান্ড লটারিকে পশ্চিমবঙ্গ সরকার টিকিট বিক্রির অনুমতি দিয়ে থাকলে এর দায় রাজ্য সরকারকেই নিতে হবে ৷ অনুমতি না দিলে সংশ্লিষ্ট লটারি কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকারকে ৷ এই দুর্নীতিতে সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছেন ৷

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারকে এই লটারি দুর্নীতি নিয়ে কাঠগড়ায় তোলা হলেও এই নিয়ে দুর্গাপুরের কোনও তৃণমূল নেতাই কোনও মন্তব্য করতে রাজি হননি ৷

এখন দেখার লটারির টিকিট নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠছে, তার সত্যতা কতটা ? আর এই নিয়ে প্রশাসনিক স্তরে কোনও পদক্ষেপ করা হয় কি না !

আরও পড়ুন :জলপাইগুড়িতে নকল লটারির টিকিট দেখিয়ে লক্ষাধিক টাকার জালিয়াতি, গ্রেপ্তার 4

ABOUT THE AUTHOR

...view details