দুর্গাপুর, 17 অক্টোবর : ক্লাবের দাবিমাফিক দুর্গাপুজোর (Durga Puja) চাঁদা 50 হাজার টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ৷ দুর্গাপুরের (Durgapur) 15 নম্বর ওয়ার্ডে প্রভাত সংঘ নামে স্থানীয় একটি ক্লাবের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে মারধরে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় ক্লাবের চার সদস্যর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী ।
ঘটনার সূত্রপাত দুর্গাপুজোর সময়। বেনাচিতির মহিস্কাপুর প্লটে প্রভাত সংঘ নামে একটি ক্লাবের সদস্যরা মিথিলেশ শর্মা নামে এক ফার্নিচার ব্যবসায়ীর কাছে দুর্গাপুজোর চাঁদা হিসেবে 50 হাজার টাকা চান বলে অভিযোগ ৷ কিন্তু ওই ব্যবসায়ী বলেছিলেন, এক থেকে খুব জোর দুই হাজার টাকা তিনি দিতে পারেন ৷ এতে রাজি হয়নি ক্লাব কর্তৃপক্ষ ৷ তখনকার মতো বিষয়টি ধামাচাপা পড়ে যায় ৷
কিন্তু বিপত্তি বাঁধে শনিবার সন্ধ্যা নাগাদ ৷ ওই ব্যবসায়ীর অভিযোগ, ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত চার সদস্য ফের তাঁকে ডাকেন ৷ এরপর ফের 50 হাজার টাকা দাবি করেন ৷ দু’এক কথা হতে হতে, ওই চার ক্লাব সদস্য লোকজন নিয়ে এসে হাজির হন ওই ব্যবসায়ীর ফার্নিচারের ওয়ার্কশপের সামনে ৷ এরপর দোকানের বৈধ কাগজপত্র এমনকি ট্যাক্স ক্লিয়ার আছে কি না, তার নথি দেখতে চান ওই ব্যবসায়ীর কাছ থেকে ৷ তিনি প্রতিবাদ করেন ৷ তার পরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ তাঁর অভিযোগ, দাবি মতো চাঁদা না দেওয়া পর্যন্ত ওয়ার্কশপ খোলা যাবে না বলে শাসিয়ে গিয়েছেন অভিযুক্ত ক্লাব সদস্যরা ।