দুর্গাপুর, 16 অগাস্ট : বছর সাতেকের সানি । ক্লাস টু-তে পড়ত । কোরোনা আবহে স্কুল বন্ধ । আর পাঁচটা দিনের মতো শুক্রবারও বাড়ির উঠোনে খেলছিল সে । সময় তখন প্রায় বেলা এগারোটা । বাড়ির বাকি কেউ তখন আশপাশে ছিলেন না । এরপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না সানির । দু'দিন পর আজ সকালে জঙ্গলের ধারে বস্তার ভিতর থেকে মিলল তার দেহ । ঘটনায় জড়িত সন্দেহে নীলু বাগদি নামে এক নিকট আত্মীয়কে আটক করেছে পুলিশ । দুর্গাপুরের বুদবুদ থানা এলাকার রণডিহা গ্রামের ঘটনা ।
বুদবুদ থানায় সানির নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল । কিন্তু তারপরেও কোনও খোঁজ না মেলায় স্থানীয়রাই আজ সকালে খোঁজ শুরু করেন সানির । তখনই এলাকার একটি জঙ্গলের ধারে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায় । দুর্গন্ধ ছড়াচ্ছিল বস্তা থেকে । সন্দেহ হয় । এরপর বস্তা খুলতেই দেখা যায় ভিতরে পড়ে রয়েছে সানির দেহ । পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে নীলু খুনের কথা স্বীকার করেছে । প্লাস্টিকে সানির দেহ মুড়ে তারপর তা বস্তার ভিতরে ঢুকিয়ে ওই নির্জন এলাকায় ফেলে দিয়ে এসেছিল সে ।
স্থানীয় গৌতম চক্রবর্তী বলেন, "আমরা গত দু'দিন ধরে এই শিশুটির খোঁজ চালাচ্ছিলাম । কিন্তু, খোঁজ পাওয়া যাচ্ছিল না । শেষে আমরা পাড়ার সব বাসিন্দাকে আলোচনার জন্য ডেকেছিলাম । সেখানে নীলু বাগদির পরিবার আসেনি । তখনই আমাদের সন্দেহ হয় ওই পরিবারটির উপর । এবিষয়ে পুলিশকেও জানিয়েছিলাম ।"
আরও পড়ুন :ধর্ষণ করে চোখ খুবলে, জিভ কেটে 13 বছরের নাবালিকাকে খুন উত্তরপ্রদেশে