পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বুধবারের ডাকা ধর্মঘটের প্রতিবাদে দুর্গাপুরে BMS - BMS in Durgapur

আগামী বুধবার কেন্দ্রীয় বামপন্থী শ্রমিক সংগঠন, INTUC, HMS এবং আরও কয়েকটি শ্রমিক সংগঠন মিলে ভারতে ধর্মঘটের ডাক দিয়েছে । এই ধর্মঘটে 12 দফা দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের শিল্পনীতির বিরুদ্ধাচারণের প্রতিবাদ করবে । ওই ধর্মঘটকে প্রতিহত করতে আজ দুর্গাপুরে ভারতীয় মজদুর সংঘের (BMS) পক্ষ থেকে সভার আয়োজন করা হয় ।

BMS in Durgapur
ধর্মঘটের প্রতিবাদে দুর্গাপুরে BMS

By

Published : Jan 6, 2020, 5:48 PM IST

দুর্গাপুর, 6 জানুয়ারি: আগামী 8 জানুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । ওই ধর্মঘটকে প্রতিহত করতে আজ দুর্গাপুরে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে সভার আয়োজন করা হয় । দুর্গাপুরের ইস্পাত কারখানার সামনে শ্রমিকদের আহ্বান জানানো হয় । সেখানে প্রায় শ'খানেক শ্রমিক জমা হয়েছিলেন ।

আগামী বুধবার কেন্দ্রীয় বামপন্থী শ্রমিক সংগঠন, INTUC, HMS এবং আরও কয়েকটি শ্রমিক সংগঠন মিলে ভারত ধর্মঘটের ডাক দিয়েছে । এই ধর্মঘটে 12 দফা দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের শিল্পনীতির বিরুদ্ধাচারণের প্রতিবাদ করবে ।

ধর্মঘটের প্রতিবাদে দুর্গাপুরে BMS

আজকের পথসভায় শ্রমিকরা একত্রিত হয়ে জানান, 8 জানুয়ারি কারখানায় সময় মতো এসে কাজ করব । উৎপাদনে কোনও ত্রুটি রাখব না । এছাড়া দুর্গাপুর স্টিল প্ল্যান্টের BMS সাধারণ সম্পাদক অরূপকুমার রায় এই ধর্মঘটের প্রতিবাদে বলেন, "এই ধর্মঘট কেবল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ডাক দেওয়া হয়েছে । শ্রমিকদের উন্নতির জন্য নয় ।"

ABOUT THE AUTHOR

...view details