দুর্গাপুর, 23 মে : দুর্গাপুরের কাঁকসা থানার বিষ্ণুপুরে তৃণমূলের দলীয় কার্যালয় দখল করার চেষ্টার অভিযোগ উঠল BJP-র কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । তৃণমূলের দাবি, BJP কর্মী-সমর্থকদের একাংশ তাঁদের কার্যালয়ে দলীয় প্রতীক মুছে সেখানে BJP -র পতাকা লাগিয়ে দেয় । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় । তবে BJP-র পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে ।
তৃণমূলের কার্যালয় দখলের চেষ্টার অভিযোগ BJP-র বিরুদ্ধে - loksabha election
কাঁকসায় তৃণমূলের দলীয় কার্যালয়ের দখল নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল BJP কর্মী-সমর্থকদের একাংশের বিরুদ্ধে ।
তৃণমূলের কার্যালয় দখলের চেষ্টা
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া যখন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজ় সংঘমিতাকে একের পর এক রাউন্ডে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন তখন BJP কর্মী-সমর্থকরা কাঁকসায় তৃণমূলের দলীয় কার্যালয় দখলের চেষ্টা করে বলে অভিযোগ । এই অভিযোগ করেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কাঁকসা থানার পুলিশ । অন্যদিকে BJP নেতা রমন শর্মা বলেন "এরকম কোনও ঘটনা ঘটেনি।"