ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে বিক্ষোভ BJP-র - ভূমিহীন গরীব মানুষ ও আদিবাসীদের পাট্টা দেওয়ার দাবি
কাঁকসা থানা এলাকার বিভিন্ন জায়গায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ কার্য হচ্ছে এই অভিযোগ করল BJP ৷ এছাড়া, ভূমিহীন গরিব মানুষকে পাট্টা প্রদানের দাবিও তোলা হয় BJP-র পক্ষ থেকে ৷ মঙ্গলবার সকালে কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে এজন্য বিক্ষোভ দেখাল BJP ৷
দুর্গাপুর, 25 অগাস্ট : ভূমিহীন গরিব মানুষ ও আদিবাসীদের পাট্টা দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল BJP ৷ বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল শাসক তৃণমূলের বিরুদ্ধে ৷ BJP -র অভিযোগ জেলায় গরিব মানুষ ও আদিবাসীদের পাট্টা না দেওয়ার ফলে তাঁরা প্রধানমন্ত্রীর আবাস যোজনা ও শৌচাগার নির্মাণের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে ৷ এছাড়া কাঁকসা থানা এলাকার বিভিন্ন জায়গায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ কার্যের অভিযোগও BLRO-র কাছে BJP-র পক্ষ থেকে জানানো হয় ৷ BJP-র পক্ষ থেকে মঙ্গলবার সকালে কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে এজন্য বিক্ষোভ কর্মসূচি পালন করা হল।