পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে বিক্ষোভ BJP-র - ভূমিহীন গরীব মানুষ ও আদিবাসীদের পাট্টা দেওয়ার দাবি

কাঁকসা থানা এলাকার বিভিন্ন জায়গায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ কার্য হচ্ছে এই অভিযোগ করল BJP ৷ এছাড়া, ভূমিহীন গরিব মানুষকে পাট্টা প্রদানের দাবিও তোলা হয় BJP-র পক্ষ থেকে ৷ মঙ্গলবার সকালে কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে এজন্য বিক্ষোভ দেখাল BJP ৷

BJP deputation
পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ

By

Published : Aug 25, 2020, 4:12 PM IST

Updated : Aug 25, 2020, 8:14 PM IST

দুর্গাপুর, 25 অগাস্ট : ভূমিহীন গরিব মানুষ ও আদিবাসীদের পাট্টা দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল BJP ৷ বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল শাসক তৃণমূলের বিরুদ্ধে ৷ BJP -র অভিযোগ জেলায় গরিব মানুষ ও আদিবাসীদের পাট্টা না দেওয়ার ফলে তাঁরা প্রধানমন্ত্রীর আবাস যোজনা ও শৌচাগার নির্মাণের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে ৷ এছাড়া কাঁকসা থানা এলাকার বিভিন্ন জায়গায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ কার্যের অভিযোগও BLRO-র কাছে BJP-র পক্ষ থেকে জানানো হয় ৷ BJP-র পক্ষ থেকে মঙ্গলবার সকালে কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে এজন্য বিক্ষোভ কর্মসূচি পালন করা হল।

বিক্ষোভ BJP-র
কাঁকসা থানা এলাকার বিভিন্ন পঞ্চায়েতে বেশ কিছুদিন ধরেই বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠছে। স্থানীয় পঞ্চায়েত ও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পূর্ব বর্ধমান জেলার BJP-র সহ-সভাপতি রমন শর্মার নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। রমন শর্মার অভিযোগ," কাঁকসায় বেআইনিভাবে পুকুর ভরাট চলছে ৷ শাসক দলের মদতে এই কাজ চলছে অবাধে ৷ তাই আমরা আজ কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিলাম। সঙ্গে সঙ্গে আমরা দাবি জানাচ্ছি, এই ব্লকের ভূমিহীন উদ্বাস্তু মানুষ যারা আছে তাদেরকে অবিলম্বে পাট্টা প্রদান করতে হবে।"BJP-র পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় পুকুর ভরাটের নেপথ্যে যারা রয়েছে তদন্ত করে তাদের বের করতে হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে BJP-র পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে। রমন শর্মা অভিযোগ, "রেকর্ডে কোনও জায়গায় পুকুর থাকলেও বাস্তবে সেখানে অবৈধ নির্মাণ হয়েছে ৷ BLRO-কে এই কথা জানাই ৷ উনি আশ্বাস দেন, নির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷"
Last Updated : Aug 25, 2020, 8:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details