দুর্গাপুর, 12 অগাস্ট : পশ্চিম বর্ধমান জেলা BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে অপসারণের দাবি তুলল দলীয় নেতা, কর্মীদের একাংশ । তাদের অভিযোগ, পুরোনো কর্মীদের কোনও কর্মসূচির কথা জানানো হচ্ছে না । যারা টাকা দিচ্ছে তারাই কর্মসূচিতে অংশ নিতে পারছে । বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন লক্ষ্মণ ।
গতকাল দুর্গাপুরে সিটিসেন্টারের বেসরকারি হোটেলে BJP-র চিন্তন শিবিরের শেষদিনের বৈঠক হয় । দুপুরের দিকে হোটেল থেকে সামান্য দূরে স্থানীয় BJP নেতা পিন্টু সেন ও তাঁর অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁরা লক্ষ্মণকে অপসারণের দাবিও তোলেন । পিন্টু বলেন, "আমরা 1990 থেকে দলের কর্মী । অথচ লক্ষ্মণবাবু আমাদের তোয়াক্কা করেন না । হোটেল মালিক, প্রোমোটারদের নিয়ে দল করছেন । পকেট ফাঁকা হলে আবার অন্য কাউকে দলে নিয়ে আসবেন ।" প্রশ্ন তোলেন, কীভাবে একজন ডেকোরেটার্স থেকে বিশাল বাড়ি বানালেন লক্ষ্মণ ঘোড়ুই ?
চিন্তন শিবির থেকে বেরোলে এবিষয়ে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হয় । তিনি বলেন, "ওরা TMC থেকে আসা লোক । BJP কর্মীরা পার্টির বিরুদ্ধে বলে না । আমাদের একটি ডিসিপ্লিন আছে । এরা পার্টিটা বুঝতে পারেনি । এরকম করলে পার্টিতে রাখা যাবে না ।" দিলীপবাবুর বক্তব্যে আরও ক্ষুব্ধ হন পিন্টুরা । তিনি বেরিয়ে যাওয়ার পর কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, শিবপ্রকাশের সামনে চিৎকার করে বলেন, "কয়লা মাফিয়াদের কাছ থেকে টাকা তুলে লক্ষ্মণ ঘোড়ুই প্রাসাদের মতো বাড়ি বানিয়েছে । লক্ষ্মণ ঘোড়ুইয়ের কাছ থেকে টাকা নিয়ে কেউ কেউ তাঁকে পদে বসিয়ে রেখেছে । এভাবে চলতে থাকলে 2021-এ BJP সাফ হয়ে যাবে ।" একথা বলার পর সেখানে উপস্থিত BJP কর্মীদের সঙ্গে পিন্টুর অনুগামীদের ঝামেলা শুরু হয় । একসময়ে তা প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছায় । উপস্থিত কার্যকর্তারা তা থামান ।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন লক্ষ্মণ ঘোড়ুই । তাঁর কথায়, "এদেরকে দলের সঙ্গে কোনওদিন দেখিনি । দলের প্রতি দায়বদ্ধ বলেও মনে হয় না । আমার বিরুদ্ধে কেউ এধরনের অভিযোগ করেননি । ওঁরা কেন করলেন বুঝতে পারছি না ।"